প্রতীকী ছবি।
ধর্মান্তরণের প্রমাণের অভাবে ধৃত দুই ব্যক্তিকে ছেড়ে দিল উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার সকালে জেল থেকে ধৃতদের মুক্তি দেওয়া হয়েছে।
হিন্দু মহিলাকে ধর্মান্তরণের অভিযোগে মোরাদাবাদের এক মুসলিম ব্যক্তিকে ডিসেম্বরের গোড়াতেই গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে ওই দম্পতিকে ঘিরে ধরেন হিন্দুত্ববাদী সংগঠনের বেশ কয়েক জন। তাঁদের হেনস্থা করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই মুসলিম ব্যক্তি ও তাঁর ভাইকে ‘ধর্মান্তরণ-বিরোধী’ আইনে গ্রেফতার করা হয়। মহিলাকে পাঠানো হয় একটি নারী সুরক্ষা কেন্দ্রে।
জেল থেকে ছাড়া পেয়ে ওই ব্যক্তি বলেন, “কী আর বলার আছে। আমরা পরস্পরের সম্মতিতেই বিয়ে করেছিলাম। ১৫ দিন জেল খাটলাম। আজ আমি খুব খুশি।”
‘লভ জেহাদ’ নিয়ে দীর্ঘ দিন ধরেই একটা আওয়াজ উঠছিল দেশের বিভিন্ন প্রান্তে। হরিয়ানায় এক হিন্দু তরুণীর খুনের ঘটনাকে কেন্দ্র করে ‘লভ জেহাদ’-এর বিষয়টি আরও বেশি করে মাথাচাড়া দেয়। বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটক ‘লভ জেহাদ’ নিয়ে কঠোর আইন আনার চিন্তাভাবনা শুরু করে। উত্তরপ্রদেশ সরকার ‘ধর্মান্তরণ-বিরোধী’ আইন আনে। সেই আইনেই গ্রেফতার করা হয় মোরাদাবাদের ওই দুই ব্যক্তিকে। তাঁদের বিরুদ্ধে ধর্মান্তরণের অভিযোগ উঠলেও, পুলিশ তার কোনও প্রমাণ পায়নি। শেষমেশ প্রমাণের অভাবেই ওই দু’জনকে ছেড়ে দেয় পুলিশ।