Uttar Pradesh

রক্তচক্ষু যোগীর পুলিশের, প্রতিবাদীদের নামে এ বার ‘দাঙ্গা’ মামলা

শাহিনবাগের আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে গত শুক্রবার থেকে ঘণ্টাঘরে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান শুরু করেছিলেন জনা পঞ্চাশ মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০৪:০০
Share:

ঘণ্টাঘরের সামনে প্রতিবাদ। ছবি: পিটিআই।

বিক্ষোভ মিছিল হোক কিংবা শান্তিপূর্ণ গণঅবস্থান— সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে যে কোনও প্রতিবাদকে দমন করতে চেষ্টার ত্রুটি রাখছে না উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। পুরনো লখনউয়ের ঘণ্টাঘরে মহিলাদের অবস্থান-বিক্ষোভকেও রক্তচক্ষু দেখাচ্ছে প্রশাসন। প্রতিবাদীদের খাবার, থালা-বাসন, কম্বল আগেই কেড়ে নিয়েছিল পুলিশ। এ বার তাঁদের বিরুদ্ধে ‘দাঙ্গা বাধানোর চেষ্টা’-সহ তিনটি মামলা করেছে যোগীর প্রশাসন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন উর্দু কবি মুনওয়ার রানার দুই মেয়ে সুমাইয়া এবং ফউজিয়া।

Advertisement

শাহিনবাগের আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে গত শুক্রবার থেকে ঘণ্টাঘরে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান শুরু করেছিলেন জনা পঞ্চাশ মহিলা। কিন্তু ধীরে ধীরে সেখানে প্রতিবাদীর সংখ্যা কয়েক হাজারে পৌঁছয়। প্রথম থেকেই ওই অবস্থান তুলে দিতে সক্রিয় ছিল পুলিশ। শনিবার রাতে প্রতিবাদীদের কম্বল, খাবার পুলিশ কেড়ে নেয়। সুমাইয়ার অভিযোগ, অবস্থান তুলতে ব্যর্থ হয়ে পুলিশ এখন চাপ তৈরির কৌশল নিয়েছে। তাঁর কথায়, ‘‘রাস্তার আলোগুলি নিভিয়ে দেওয়া হচ্ছে। কাছাকাছি যে সব শৌচালয় রয়েছে, সে গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে মহিলা, প্রবীণ এবং শিশু রয়েছে, ফলে আমরা খুবই অসুবিধায় পড়ছি।’’ তিনি জানিয়েছেন, ঘণ্টাঘরে শান্তিপূর্ণ অবস্থান চলছে। প্রতিবাদীরা প্ল্যাকার্ড, পোস্টার হাতে স্লোগান দিচ্ছেন।

অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছেন আট থেকে আশি। রাতে কনকনে ঠান্ডায় মধ্য সত্তরের ইয়াসমিন লতিফ বলেন, ‘‘সিএএ-বিরোধী আন্দোলনে সমর্থন জানাতেই এই অবস্থানে যোগ দিয়েছি।’’ পূর্ব উত্তরপ্রদেশের বাসিন্দা শামিম বেগমের কথায়, ‘‘এই সব লোকদের বিরুদ্ধে কী ভাবে লড়াই করতে হয় , তা আমরা জানি। জয় আমাদের হবেই।’’

Advertisement

তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রথমে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিল পুলিশ। পরে তারা দাবি করে, বিনা অনুমতিতে ঘণ্টাঘরে অবস্থান চলছে। কিছু লোক ওই জায়গায় একটি পার্কে কম্বল বিলি করছিল, তাদের সরিয়ে কম্বলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লখনউয়ের অন্তত দেড়শো প্রতিবাদীর বিরুদ্ধে ঠাকুরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। দাঙ্গা বাধানোর অভিযোগ-সহ তিনটি মামলা দায়ের হয়েছে প্রতিবাদীদের বিরুদ্ধে। এ ছাড়াও বেআইনি জমায়েত ও উত্তেজনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। শতাধিক অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, সরকারি আধিকারিকদের নির্দেশ না-মানার মতো অভিযোগ দায়ের করা হয়েছে।

মুনওয়ার রানার মেয়েদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ করেছে পুলিশ। সে সম্পর্কে উর্দু কবি বলেন, ‘‘আজ লখনউয়ে অমিত শাহের সভা ছিল। ওই সভাও ১৪৪ ধারা লঙ্ঘন করে হয়েছে। ওই সভা যদি আইনসম্মত হয়, তা হলে আমার মেয়েদের অবস্থান বেআইনি? এটা অবিচার।’’

সিএএ-বিরোধী আন্দোলন বিরোধীরাই তৈরি করছে বলে আজ তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘‘সিএএ-র বিরুদ্ধে আন্দোলনে অস্ত্র কেনার জন্য বিরোধীরা টাকা জোগাচ্ছে। অবস্থান বিক্ষোভও হচ্ছে তাদের মদতেই। এ সব করে কোনও লাভ হবে না। কারণ, দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই রয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement