Crime

Uttar Pradesh: মাস্ক না পরায় উত্তরপ্রদেশে এক ব্যক্তির হাত-পায়ে পেরেক গাঁথল পুলিশ!

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৮:৪৭
Share:

এ ভাবেই হাত-পায়ে পেরেক গেঁথে দেওয়ার অভিযোগ উঠেছে।

মাস্ক না পরার জন্য উত্তরপ্রদেশের বরেলিতে এক ব্যক্তির হাত-পায়ে পেরেক গেঁথে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Advertisement

ঘটনার খবর পেয়েই ওই ব্যক্তির মা স্থানীয় থানায় ছুটে যান। মহিলার দাবি, থানা থেকে বলা হয় তাঁর ছেলেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। ছেলের খোঁজে হন্যে হয়ে ঘুরতে থাকেন মহিলা। কয়েক ঘন্টা ধরে খোঁজার পর গুরুতর জখম অবস্থায় ছেলেকে খুঁজে পেয়েছেন বলে দাবি মহিলার। তাঁর অভিযোগ, ছেলের হাত-পায়ে পেরেক গেঁথে দিয়েছে পুলিশ। গ্রেফতার করার হুমকিও দেওয়া হয়েছে।

বুধবার মহিলা পুলিশের শীর্ষ কর্তাদের কাছে বিষয়টি দেখার জন্য আর্জি জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে বরেলি পুলিশের এসএসপি রোহিত সাজওয়ান বলেন, “ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি পুরনো অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে মুক্তি পেতে পুলিশের বিরুদ্ধেই সে পাল্টা অভিযোগের চক্রান্ত করেছে। ওই ব্যক্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement