Uttar Pradesh

পণের জন্য চাপ বাড়াতে দেরিতে এলেন বর, তত ক্ষণে বিয়ে সেরে ফেলেছেন কনে

গিয়ে দেখলেন, তাঁর জন্য অপেক্ষা না করে কনে বিয়ে করছে এলাকারই এক যুবককে। 

Advertisement

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ১৬:১৯
Share:

বিয়ের প্রতীকী চিত্র। ছবি- শাটারস্টক।

সময়ানুবর্তিতার মূল্য হাড়ে হাড়ে টের পেলেন উত্তরপ্রদেশের বিজনৌরের ধামপুর শহরের এক যুবক। বিয়ে করতে তাঁর পৌঁছনোর কথা ছিল দুপুরবেলা। কিন্তু তিনি পৌঁছেছিলেন রাতে। গিয়ে দেখলেন, তাঁর জন্য অপেক্ষা না করে কনে বিয়ে করছেন এলাকারই এক যুবককে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে একটি গণবিবাহ অনুষ্ঠানে ওই পাত্রীকে বিয়ে করেছিলেন যুবক। কিন্তু তখন শ্বশুরবাড়ি যাননি ওই পাত্রী। ঠিক হয়েছিল সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করার পরই শ্বশুরবাড়ি যাবেন তিনি। কিন্তু এর মধ্যেই পণ নিয়ে দুই বাড়ির ঝামেলা শুরু হয়। পাত্র পক্ষের দাবি মেটানোর সামর্থ্য মেয়ের বাবার ছিল না। তবুও সামাজিক ভাবে আয়োজন করা হয় বিয়ের।

কিন্তু বিয়ের দিন দুপুর ২টোর সময় পাত্রের আসার কথা থাকলেও পণ নিয়ে বাগবিতণ্ডায় কেটে যায় বেলা। তার পর যখন বর এলেন, তখন সব শেষ। বরের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পাত্রী পাড়ারই এক যুবককে বিয়ে করতে বসে পড়েছেন। রাত দুপুরে বিয়ে করতে এসে বরের তো মাথায় হাত।

Advertisement

তবে বিষয়টা এখানেই থেমে যায়নি। বরযাত্রীদের অভিযোগ তাঁরা পৌঁছলে তাঁদেরকে ঘরে বন্দি করে রাখে কনের বাড়ির লোকজন। গয়নাগাটি কেড়ে নেওয়ার অভিযোগও তোলে বরযাত্রীর লোকজন। এর পর খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে দু’পক্ষের সঙ্গেই আলোচনায় বসে। সেখানে দু’পক্ষের সম্মতিতেই মিটমাট করে নেওয়া হয়। এক পুলিশ অফিসার জানিয়েছেন, ‘‘দু’পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির মিটমাট করা হয়েছে। কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।’’

আরও পড়ুন: গণধর্ষিতাকে ফের গণধর্ষণ করল অভিযুক্তরা!

আরও পড়ুন: অসুস্থ স্ত্রীকে জ্যান্ত কবর দিলেন ‘বিরক্ত’ স্বামী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement