— ছবি সংগৃহীত
উত্তরপ্রদেশের সদ্য পঞ্চায়েত নির্বাচনে ভোটের কাজে গিয়ে ১,৬২১ জন প্রাথমিক শিক্ষক করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। প্রাথমিক শিক্ষক সংগঠনের এই দাবিকে সম্পূর্ণ খারিজ করে উত্তরপ্রদেশ সরকার জানিয়ে দিল, ভোটের কাজে গিয়ে মাত্র ৩ জন শিক্ষকের মৃত্যু হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষক সংগঠন বিবৃতি জারি করে জানিয়েছে, যোগীরাজ্যের ৭৫টি জেলায় পঞ্চায়েত নির্বাচনে ভোটের কাজে গিয়ে মোট ১,৬২১ জন শিক্ষক, প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। কেন কোভিড পরিস্থিতির মধ্যে নির্বাচন করা হল, তা নিয়েও প্রশ্ন তোলে ওই সংগঠন। সংগঠনের সভাপতি দীনেশচন্দ্র শর্মা বলেন, নির্বাচনের তৃতীয় দফার মধ্যেই ৭০৬ জন শিক্ষকের মৃত্যু হয়েছে। ভোটগণনা পর্যন্ত তা বেড়ে ১,৬০০ ছাড়িয়েছে।
অন্য দিকে, যোগী রাজ্যের বুনিয়াদি শিক্ষা পর্ষদের দাবি, সরকারের কাছে এখনও পর্যন্ত ৩ জনেরই মৃত্যুর খবর রয়েছে। ক্ষতিপূরণ হিসাবে তাঁদের পরিবারকে ৩০ লক্ষ টাকাও দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। প্রসঙ্গত, ৮টি দাবির উল্লেখ করে গত ১৬ মে উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিয়েছিল ওই প্রাথমিক শিক্ষক সংগঠন। তাদের দাবি ছিল, ভোটের কাজে গিয়ে যে সব শিক্ষকদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেককে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি তাঁদের পরিবারের কোনও এক সদস্যকে চাকরি দিতে হবে।