উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব অওনীশ আওয়াস্তি ঘোষণা করেন, এত দিন বন্ধ থাকা সুইমিং পুল, ওয়াটার পার্ক খোলার অনুমতি দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ শুরু হবে। বিয়ে কিংবা কোনও সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যার উপর কোনও বিধিনিষেধ থাকছে না। তবে প্রতিটি ক্ষেত্রেই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরা ও হাত ধোয়ার নিয়মও বহাল থাকছে।
ফাইল ছবি।
বিশ্বের কিছু দেশে সংক্রমণ খানিক বৃদ্ধি পেলেও দেশে দৈনিক করোনা আক্রান্তের লেখচিত্র নিম্নমুখী। এই পরিস্থিতিতে রাজ্যে সমস্ত করোনা বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। আগামী দিনে ফের সংক্রমণ ঊর্ধ্বমুখী হলে নতুন করে বিধিনিষেধ আরোপ করার ব্যাপারে ভাবা হবে বলে সরকার সূত্রে জানা গিয়েছে।
এর আগে আক্রান্তের সংখ্যা কমতেই একে একে খুলে দেওয়া হয়েছিল স্কুল, কলেজ। তুলে নেওয়া হয়েছিল নৈশকালীন কার্ফু। কিন্তু অন্যান্য বিভিন্ন বিধিনিষেধ জারি ছিল। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব অওনীশ আওয়াস্তি ঘোষণা করেন, এত দিন বন্ধ থাকা সুইমিং পুল, ওয়াটার পার্ক খোলার অনুমতি দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ শুরু হবে। বিয়ে কিংবা কোনও সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যার উপর কোনও বিধিনিষেধ থাকছে না। তবে প্রতিটি ক্ষেত্রেই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরা ও হাত ধোয়ার নিয়মও একই থাকছে।