Yogi Adityanath

উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা দেশ, এমনকি বিশ্বের কাছে উদাহরণ, দাবি করলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা সময় ছিল, যখন দেশের সবচেয়ে বড় রাজ্যে পুলিশ পালিয়ে বেড়াত, আর দুষ্কৃতীদল তাদের তাড়া করত। ২০১৭-এর পর পরিস্থিতির আমূল বদলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৮
Share:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। ফাইল ছবি।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভূয়সী প্রশংসা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তাঁর দাবি, উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতই ভাল যে তা দেশ তথা বিশ্বে উদাহরণস্বরূপ হয়ে উঠেছে।

Advertisement

উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাকে আধুনিক প্রিজন ভ্যান প্রদানের অনুষ্ঠানে এসেছিলেন আদিত্যনাথ। সেখানেই তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন দেশ তথা বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠেছে।’’ তার পরেই মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘একটা সময় ছিল, যখন দেশের সবচেয়ে বড় রাজ্যে পুলিশ পালিয়ে বেড়াত, আর দুষ্কৃতীদল তাদের তাড়া করত। দাঙ্গা, গুন্ডামি রুটিন ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ২০১৭-এর পর পরিস্থিতির আমূল বদল ঘটেছে। উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’’

প্রিজন ভ্যান প্রদান অনুষ্ঠানে পূর্ববর্তী সরকারের সমালোচনা করে আদিত্যনাথ বলেন, ‘‘এক সময় রাজ্যের পুলিশ চারদিকে পালিয়ে বেড়াত আর তাদের তাড়া করত দুষ্কৃতীরা। প্রিজন ভ্যানগুলিও এমন খারাপ ছিল যে তাতে দুষ্কৃতীদের নিয়ে যাওয়ার সময় সহজেই তারা পালিয়ে যেত, কিংবা দুষ্কৃতীরা অনায়াসে হামলা করত। তাই আমাদের দরকার ছিল আধুনিক প্রযুক্তির। এ বার সেই প্রযুক্তিসম্পন্ন ভ্যান আনা হয়েছে। রাজ্যের পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণের পথে এটা প্রথম ধাপ।’’

Advertisement

কিন্তু কোন উপায়ে উত্তরপ্রদেশ বিশ্বের কাছে আইন-শৃঙ্খলার প্রশ্নে মডেল হয়ে উঠল? তার জবাবও দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘পুলিশে চাকরির প্রক্রিয়া থেকে শুরু করে পুলিশকর্মীদের যোগ্য প্রশিক্ষণের মধ্যে দিয়েই এ রাজ্যের পুলিশ এত ভাল ভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষম হয়েছে যা দেশ তথা বিশ্বের কাছেই দৃষ্টান্তমূলক হয়ে উঠেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement