Uttar Pradesh

উত্তরপ্রদেশে সহপাঠীকে গুলি করে খুন, ধৃত দশম শ্রেণির ছাত্র

ঘটনার পর হামলাকারী পড়ুয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চেষ্টা করে। ছুটে একতলায় এসে হাওয়ায় গুলি ছুড়ে পালাতে চেষ্টা করে সে। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৮:৩২
Share:

ঘটনার পর হামলাকারী পড়ুয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চেষ্টা করে। ছুটে একতলায় এসে হাওয়ায় গুলি ছুড়ে পালাতে চেষ্টা করে সে। প্রতীকী চিত্র।

বসার জায়গা নিয়ে বচসা থেকে উত্তরপ্রদেশের স্কুলে চলল গুলি। দশম শ্রেণির এক ছাত্র সহপাঠীকে তিনবার কাছ থেকে গুলি করে খুন করল। যোগী রাজ্যের বুলন্দশহরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে।

Advertisement

দুই ছাত্রেরই বয়স ১৪ বছর। বুধবার ক্লাসরুমে বসা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। বৃহস্পতিবার সকালে এই দু’জনের একজন ঝগড়ার শোধ নিতে কাকার বন্দুক নিয়ে আসে স্কুলে। তারপর গুলি করে মারে সহপাঠীকে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ, স্কুলের প্রথম পিরিয়ডের পর। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, তিনবার গুলি করে ওই পড়ুয়া। একটি গুলি সহপাঠীর মাথায় লাগে। একটি বুকে ও একটি পেটে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর হামলাকারী পড়ুয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চেষ্টা করে। ছুটে একতলায় এসে হাওয়ায় গুলি ছুড়ে পালাতে চেষ্টা করে সে। কিন্তু কয়েকজন শিক্ষক তাকে সেই অবস্থায়ও ধরে ফেলেন, বন্দুক কেড়ে নেন। তারপরও পরিস্থিতি মারমারিতে গড়ায়। তারপর শিক্ষকরাই ওই পড়ুয়াকে পুলিশের হাতে তুলে দেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, আক্রমণকারীর কাকা সেনাবাহিনীতে কাজ করেন। তিনি ছুটিতে ছিলেন। বাড়িতে লাইসেন্স প্রাপ্ত একটি বন্দুক ছিল। আক্রমণকারী সেটিই লুকিয়ে নিয়ে আসে স্কুলে। তারপর সহপাঠীর উপর হামলা চালায়। ঘটনার পরেই ওই পড়ুয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এর পাশাপাশি, ধৃত পড়ুয়ার ব্যাগ থেকে একটি দেশি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: অবাক পুলিশ! উত্তরপ্রদেশে পঞ্চায়েত প্রধান করাচির বাসিন্দা

আরও পড়ুন: ২ জানুয়ারি থেকে করোনা টিকার মহড়া সব রাজ্যে, বলছে কেন্দ্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement