unnatural death

চিকিৎসা জগতের কর্মী দুই তরুণ তরুণীর অস্বাভাবিক মৃত্যু, ঘরে পাওয়া গেল সিরিঞ্জ

দেহরাদূনে ওই তরুণের বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে দু’জনের মৃতদেহ। পড়শিরা জানিয়েছেন, আগের দিন রাতেই দু’জনে একসঙ্গে এসেছিলেন ওই বাড়িতে।

Advertisement

সংবাদ সংস্থা

দেহরাদূন শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ২৩:৫০
Share:

প্রতীকী ছবি।

দু’জনই চিকিৎসা জগতের সঙ্গে জড়িত। দু’জনেরই বয়স ২৫। সোমবার দেহরাদুনের একটি বাড়ি থেকে এই দুই তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দু’জনে পরস্পরকে পাঁচ বছর ধরে চিনতেন। রবিবার রাতে দু’জনকে একসঙ্গে তরুণের বাড়িতে আসতেও দেখেন প্রতিবেশীরা। কিন্তু সোমবার সকালে তাঁরা দরজা-জানলা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশকে খবর দিলে তাঁরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, রহস্যজনক ভাবে বাড়ির ভিতরে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং একটি ভায়াল উদ্ধার হয়েছে। পুলিশ ওই দুই তরুণ-তরুণীর সামাজিক মাধ্যমে ঢুকে জানতে পেরেছে, রাত দু’টোর সময় ওই তরুণ লিখেছিলেন, ‘‘সবাইকে বিদায়।’’ প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement