২২ বছরের তরুণের সঙ্গে ১৮ বছরের কিশোরীর বিয়ে দিতে রাজি হননি দু’জনের পরিবার। ছবি: প্রতীকী
অনেক চেষ্টা করেও দুই পরিবারকে রাজি করাতে পারেননি তাঁরা। ২২ বছরের তরুণের সঙ্গে ১৮ বছরের কিশোরীর বিয়ে দিতে রাজি হননি দু’জনের পরিবার। শেষ পর্যন্ত চরম পদক্ষেপ করলেন দু’জন। একই দড়ি থেকে ঝুলে পড়লেন তাঁরা। উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার পোওয়াইয়ানের ঘটনা।
পুলিশ জানিয়েছে, তরুণ এবং কিশোরীর বাড়ি পোওয়াইয়ানের গোমতী সেতুর কাছে সিসাইয়া গ্রামে। দু’জনে একই সম্প্রদায়ের। তার পরেও তাঁদের বিয়ে দিতে চায়নি পরিবার। তরুণীর অন্য এক পাত্রের সঙ্গে বিয়ে দিতে উদ্যত হয়েছিল তাঁর পরিবার।
শুক্রবার রাতে কিশোরীকে ফোন করেন তাঁর প্রেমিক। নাম রোহিত কুমার। গ্রামের বাইরে দেখা করতে বলেন। সেখানে অভিভাবকদের মত আদায় নিয়ে অনেক পরিকল্পনা করেন দু’জন। কিন্তু কোনওটাই কাজে আসবে না মনে করে চরম পদক্ষেপ করেন। পুলিশের বিশেষ সুপার এস আনন্দ বলেন, ‘‘প্রাথমিক ভাবে অনুমান, আত্মহত্যা করেছেন দু’জন। মৃত্যুর কারণ জানতে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি। একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ আনেনি দুই পরিবার। গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাহিনী মোতায়েন করা হয়েছে।’’
২০১৯ সাল থেকে বরেলী অঞ্চলে অবিবাহিত যুগলদের ৩৫টি আত্মহত্যার মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশিরভাগই গ্রামের ঘটনা। ‘ভালবেসে বিয়ে করার বিষয়টি মানতে পারে না’ পরিবার। সে কারণেই আত্মহত্যা করেন তরুণ, তরুণীরা।