Anti-tobacco warnings on OTT

তামাকবিরোধী সতর্কবাণী বাধ্যতামূলক ভাবে রাখতে হবে ওটিটি প্ল্যাটফর্মেও, নিয়ম স্বাস্থ্য মন্ত্রকের

এত দিন সিনেমায় বাধ্যতামূলক ভাবে ধূমপান বিরোধী সতর্কবার্তা দিতে হত। এ বার থেকে সেই বার্তা দিতে হবে ওটিটি প্ল্যাটফর্মে দেখানো সমস্ত উপস্থাপনায়ও। বিজ্ঞপ্তিপ্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৫:৪৫
Share:

ওটিটি প্ল্যাটফর্মে বাধ্যতামূলক ভাবে দিতে হবে ধূমপান বিরোধী সতর্কবার্তা। — প্রতীকী ছবি।

চলচ্চিত্রের মতো ওটিটি প্ল্যাটফর্মেও বাধ্যতামূলক হয়ে গেল তামাকবিরোধী সতর্কবাণী দেওয়া। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোনও ওটিটি প্ল্যাটফর্ম যদি এই নিয়ম লঙ্ঘন করে, তা হলে কঠোর ব্যবস্থার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

Advertisement

প্রেক্ষাগৃহে গেলে আমরা সকলেই তামাকবিরোধী সতর্কবাণী শুনেছি। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে এত দিন তা বাধ্যতামূলক ছিল না। এ দিকে ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের। সিনেমা দেখতে হলের সামনে লাইন দেওয়ারর বদলে বহু মানুষ এখন ওটিটি প্ল্যাটফর্মের উপর ভরসা রাখছেন। আগামিদিনে তা আরও বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মে ধূমপান বিরোধী সতর্কবাণী দেওয়া বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি হল।

তবে শুধু ধূমপান বিরোধী সতর্কবাণীই নয়, ওটিটিতে প্রদর্শিত ছবির যে অংশে চরিত্ররা ধূমপান করছেন, সেখানেও এই সতর্কবার্তা থাকতে হবে। যত ক্ষণ ধূমপানের দৃশ্য চলবে, তত ক্ষণই সেই বার্তা থাকবে স্ক্রিনের একেবারে তলায়। যাতে তা অবশ্যম্ভাবী ভাবে দর্শকদের চোখে পড়ে।

Advertisement

কেন্দ্রীয় সরকার মনে করছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে এই সতর্কবাণী প্রচারে সুফল মিলবে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, মূলত কম বয়সিরাই ওটিটির মূল গ্রাহক। তাই তাঁদের কাছেও ধূমপান বিরোধী বার্তা সহজেই পৌঁছে দেওয়া যাবে।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এই বিজ্ঞপ্তি পালন করা না হলে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা এবং ওটিটি সংস্থাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে। তা-ও নিয়ম মানা না হলে কড়া ব্যবস্থার পথে হাঁটবে সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement