প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি পিটিআই।
আদিবাসীদের জন্য আরও একটি পদক্ষেপ। আজ দেশের ৪৪টি আদিবাসী অধ্যুষিত জেলায় সড়ক তৈরি ও ফোর-জি মোবাইল টাওয়ার তৈরি করতে প্রায় ৪০ হাজার কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মাওবাদী সমস্যায় জর্জরিত এই জেলাগুলিতে কেন্দ্র ১.৪ লক্ষ কিলোমিটার সড়ক তৈরির লক্ষ্য নিচ্ছে। ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ—এই পাঁচটি রাজ্যের ৪৪টি মাওবাদী সমস্যাবহুল জেলায় এই কাজ হবে। এই পাঁচটি রাজ্যের কোনওটিতেই বিজেপি ক্ষমতায় নেই।
গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল, বীরসা মুণ্ডার জন্মবার্ষিকী ১৫ নভেম্বরকে জনজাতীয় গৌরব দিবস পালন করা হবে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার এই অনুষ্ঠানে অংশ নেন। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, মাওবাদী সমস্যার জর্জরিত এলাকাগুলির উন্নয়নকে পাখির চোখ করেই এ দিনের সিদ্ধান্ত। মোট ৩৩,৮২২ কোটি টাকার প্রকল্পে প্রায় ২৩ হাজার কোটি টাকা কেন্দ্র জোগাবে। ২০২৪-২৫-এর মধ্যেই কাজ শেষ হবে। ৪৪টি জেলায় মোবাইল টাওয়ার বসিয়ে সাত হাজারের বেশি গ্রামে ফোর-জি পরিষেবা দেওয়া হবে। তাতে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে। নীতি আয়োগ এই জেলাগুলিকে উন্নয়নশীল জেলার তকমা দিয়েছে। এই জেলাগুলিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজ শেষ করার জন্যও আজ মন্ত্রিসভা নির্দেশ দিয়েছে।