শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করলেন দেশের সংসদীয় বাজেট ২০১৯। বাজেটে কোন জিনিসের দাম কমছে, বাড়ছেই বা কিসের, দেখে নেওয়া যাক।
পেট্রল, ডিজেলে লিটার প্রতি ১ টাকা করে সেস চাপানোর ফলে দাম বাড়ছে।
সোনা এবং রুপোর আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। ফলে দাম বাড়ছে এগুলির।
ইলেকট্রিক গাড়িতে করছাড় দিল বাজেট। ফলে দাম কমছে ব্যাটারিচালিত গাড়ির।
দাম বাড়বে আমদানি করা বইয়ের এবং নিউজ প্রিন্টের।
৪৫ লক্ষ টাকা পর্যন্ত দামের ফ্ল্যাটে, গৃহঋণের উপর সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় মিলবে। এই সীমা এতদিন ২ লক্ষ টাকা ছিল।
দাম বাড়ছে গাড়ির যন্ত্রাংশে। ফলে গাড়ির দামও বাড়বে।
দাম কমছে উল ফাইবার ,উলের জামাকাপড় এবং পশম সুতোর।
দাম বাড়ছে আমদানি করা কাজুর।
দাম বাড়ছে স্টেনলেস স্টিলের জিনিসপত্রের। দাম বাড়ছে সেরামিক টাইলসের।
দাম কমবে মোবাইল ফোনের চার্জার, ক্যামেরা মডিউল, সেট টপ বক্সের।
দাম বাড়ছে পিভিসি পাইপ্সের।
সিগারেট,বিড়ি, জর্দা এবং অন্যান্য তামাকজাত পণ্যের।
এছাড়া দাম বাড়ল স্প্লিট এসি, সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা, ডিজিটাল ভিডিও রেকর্ডার, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার এবং সাবান তৈরির কাঁচামাল।
এছাড়া দাম কমলো আমদানি করা ন্যাপথা এবং ট্যান করা চামড়া।