জঙ্গি হওয়ার হিড়িক

সরকারি চাকরি ও পুনর্বাসন প্যাকেজের লোভে অভিভাবকরাই তাঁদের বেকার ছেলেদের নিয়ে এসে জঙ্গিগোষ্ঠীতে নাম লিখিয়ে দিচ্ছেন। অভিভাবকদের আশা, জঙ্গি দলে নাম থাকলেই শান্তি চুক্তির পরে ছেলের ভবিষ্যত নিশ্চিত। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০১:৪২
Share:

প্রতীকী ছবি।

নাগা শান্তি চুক্তির চূড়ান্ত পর্ব যত এগিয়ে আসছে, ততই এনএসসিএন-এর তিন গোষ্ঠীতে নতুন সদস্য হতে চেয়ে আবেদনের হিড়িক পড়েছে। সরকারি চাকরি ও পুনর্বাসন প্যাকেজের লোভে অভিভাবকরাই তাঁদের বেকার ছেলেদের নিয়ে এসে জঙ্গিগোষ্ঠীতে নাম লিখিয়ে দিচ্ছেন। অভিভাবকদের আশা, জঙ্গি দলে নাম থাকলেই শান্তি চুক্তির পরে ছেলের ভবিষ্যত নিশ্চিত।

Advertisement

বিষয়টি লক্ষ্য করে সতর্ক করল কেন্দ্র। সিজ়ফায়ার মনিটরিং গ্রুপের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শোকিন চৌহান জানিয়েছেন, যাঁরা সংগঠনে নতুন যোগ দিচ্ছেন তাঁদের মোটেই চুক্তির পরে চাকরি মিলবে না। নাগা সংগ্রামের সঙ্গে তাঁদের কতদিনের সম্পর্ক ও কী অবদান তা ভাল করে খতিয়ে দেখা হবে। অভিভাবকদের উদ্দেশে বলেন, পড়াশোনা ও চাকরির পরীক্ষা বাদ দিয়ে সরকারি চাকরির আশায় যাঁরা ছেলেমেয়েদের জঙ্গি হতে পাঠাচ্ছেন তাঁরা ভুল করছেন। সংগঠনগুলিকেও তিনি জানিয়েছেন, নতুন সদস্যের জন্য প্যাকেজ দাবি করা চলবে না। তাই নতুন সদস্য নিয়োগ না করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement