Ukraine

Love Affair: কিভ থেকে পালিয়ে দিল্লিতে ইউক্রেনীয় প্রেমিকা, বিমানবন্দরে নামতেই বিয়ের প্রস্তাব আইনজীবীর!

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। একের পর এক শহর ছেড়ে ইউক্রেনীয়রা প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিতে শুরু করেন। কিন্তু আনা পোলান্ড বা হাঙ্গেরিতে পালাননি। তিনি ভালবাসার মানুষকেই অনেক বেশি নিরাপদ মনে করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ১২:০০
Share:

এক অন্য প্রেমের কাহিনি। ইউক্রেনীয় প্রেমিকা আনার সঙ্গে দিল্লির অনুভব। ছবি সৌজন্য টুইটার।

কথায় আছে, ভালবাসার কোনও সীমানা নেই। নেই কোনও বাঁধন। তাই সুদূর ইউক্রেনে থেকেও দিল্লিতে প্রেম নিবেদন করা যায়। আবার সেই প্রেম পরিণতিও পায়! সম্প্রতি দিল্লি বিমানবন্দরে এমনই একটি দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। দুই হৃদয়ের মিলনে আপ্লুত নেটাগরিকরাও।

সাল ২০২০। ভারতে তখন করোনার জেরে পুরোদমে লকডাউন চলছে। লকডাউন জারি হওয়ার ঠিক আগেই ইউক্রেনের কিভ থেকে এ দেশে ঘুরতে এসেছিলেন তরুণী আনা হোরোডেটস্কা। অতিমারির কারণে আনা ভারতে আটকে পড়েছিলেন। সেই সময় তাঁর সঙ্গে পরিচয় হয় দিল্লি হাই কোর্টের আইনজীবী অনুভব ভাসিনের। সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। আর এখান থেকে পরস্পরকে ভাললাগার পর্ব শুরু। সেই ভাললাগা ধীরে ধীরে ভালবাসার পর্যায়ে পৌঁছয়।

Advertisement

অনুভব জানিয়েছেন, আনার ভারতে ঘুরতে আসা এবং এখান থেকে ইউক্রেনে ফের চলে যাওয়ার মধ্যে যে সময়টুকু পেয়েছিলেন, সেই সময়ের মধ্যেই দু’জনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক এবং সেখান থেকে একটা সময়ে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে দু’জনের মধ্যে। কয়েক দিন পর আনা দেশে ফিরে গেলেও তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অভিনবের।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। একের পর এক শহর ছেড়ে ইউক্রেনীয়রা প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিতে শুরু করেন। কিন্তু আনা পোলান্ড বা হাঙ্গেরিতে পালাননি। তিনি ভালবাসার মানুষকেই অনেক বেশি নিরাপদ মনে করেছেন। তাই হাজার হাজার কিমি পেরিয়ে যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন থেকে দিল্লিতে আসেন আনা। প্রেমিকা বিমানবন্দরে পা রাখতেই আর দেরি না করে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন অনুভব।

Advertisement

তবে আনার এ দেশে আসাটা খুব একটা সহজ ছিল না বলে জানিয়েছেন অনুভব। কিভ থেকে পালিয়ে প্রথমে লুভিভে যান আনা। সেখানে এক রাত কাটানোর পর বাসে করে স্লোভাকিয়া সীমান্তে পৌঁছন। সেখানে অনুভবের বন্ধুরা আনাকে পোল্যান্ডে পৌঁছতে সাহায্য করেন। পোল্যান্ডের ভারতীয় দূতাবাস থেকে ভিসার অনুমতি পাওয়ার পর ভারতে চলে আসেন আনা। দেশ ছেড়ে প্রেমিকা তাঁর কাছে আসছে, অতএব আর দেরি নয়। আনাকে জীবনসঙ্গী বানিয়ে ফেলার পরিকল্পনা করেন অনুভব। আনা বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন অনুভব। তিনি জানিয়েছেন, এক মাসের মধ্যে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা রয়েছে। বিয়ের পর এ দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন আনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement