Mohan Yadav

বিশ্বের সময় নির্ধারণ হবে উজ্জ্বয়িনী থেকে: মোহন

তিনি জানিয়েছেন, প্রায় ৩০০ বছর আগে বিশ্বের প্রমাণ সময় নির্ধারণ করত ভারত। এ ক্ষেত্রে যে যন্ত্রের ব্যবহার করা হত, তা এখনও উজ্জ্বয়িনীতে রয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ০৮:১৮
Share:

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ছবি: পিটিআই।

সারা বিশ্বের সময় নির্ধারিত হয় মূলমধ্যরেখার মাধ্যমে। সেই মূলমধ্যরেখা সরিয়ে আনার জন্য তাঁর সরকার কাজ করবে বলে জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি জানিয়েছেন, প্রায় ৩০০ বছর আগে বিশ্বের প্রমাণ সময় নির্ধারণ করত ভারত। এ ক্ষেত্রে যে যন্ত্রের ব্যবহার করা হত, তা এখনও উজ্জ্বয়িনীতে রয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

Advertisement

রাজ্যপালের অভিভাষণে মোহন বলেন, “প্রায় ৩০০ বছর আগে সারা বিশ্বে ভারতের প্রমাণ সময় পরিচিত ছিল। পরে প্যারিস থেকে সময় নির্ধারিত হত। সেটিই পরে গ্রিনিচে স্থানান্তর করে সময় নির্ধারণ করে ব্রিটিশেরা।” একই সঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রাত ১২টা থেকে কেন নতুন দিনের শুরু হবে? তিনি বলেন, “কেউ মধ্যরাত থেকে দিনের শুরু করেন না। মানুষ হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠে, অথবা তার পরে। উজ্জ্বয়িনীই যে মূলমধ্যরেখা তা প্রমাণ করার জন্য কাজ করছে আমাদের সরকার। আমরা বিশ্বের সময় ঠিক করার জন্য কাজ করব। বিশ্বের সময় নির্ধারিত হবে উজ্জ্বয়িনী থেকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement