উদ্ধব ঠাকরে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
দীর্ঘ টানাপড়েনের পর আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মুম্বইয়ের শিবাজি পার্কে মহাসমারোহে তাঁর শপথ অনুষ্ঠান আয়োজন হয়েছিল। সন্ধ্যা ৬ টা বেজে ৪০ মিনিটে সেখানে শপথ নেন উদ্ধব ঠাকরে। শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট থেকে আরও ছ’জন এ দিন সেখানে মন্ত্রী হিসাবে শপথ নেন। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর এ দিন রাতেই উদ্ধবের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা।
উদ্ধবের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শিবাজি পার্ক পৌঁছন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। কংগ্রেস নেতা কপিল সিব্বল, আহমেদ পটেলও পৌঁছন সেখানে। খুড়তুতো দাদার শপথ গ্রহণে যোগ দিতে এসে পৌঁছন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেও। দু’দিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া দেবেন্দ্র ফডণবীসকেও শপথখ অনুষ্ঠানের মঞ্চে দেখা যায়।
তবে জোটে সিলমোহর দিলেও, উদ্ধবের শপথ অনুষ্ঠানে আসেননি সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধীকে। চিঠি লিখে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন তাঁরা।
• কংগ্রেসর নিতিন রাউত মন্ত্রী হিসাবে শপথ নিলেন।
• মন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের বালাসাহেব থোরাট।
• এনসিপি-র ছগন ভুজবল মন্ত্রী হিসাবে শপথ নিলেন।
• এনসিপি-র জয়ন্ত পাটিল মহারাষ্ট্রের মন্ত্রী হিসাবে শপথ নিলেন।
• মন্ত্রী হিসাবে শপথ নিলেন একনাথ শিন্ডে ও সুভাষ রাজারাম দেসাই।
• মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন উদ্ধব ঠাকরে।
• মঞ্চে পৌঁছলেন উদ্ধব ঠাকরে।
• শপথ অনুষ্ঠানের মঞ্চে দেবেন্দ্র ফডণবীস।
• শিল্পপতি মুকেশ অম্বানী এবং নীতা অম্বানী উদ্ধবের শপথ অনুষ্ঠানে এলেন।
উদ্ধবের শপথ অনুষ্ঠানে ভিড় সাধারণ মানুষের। ছবি: পিটিআই।
• মহারাষ্ট্র নব নির্মাণ সেনার রাজ ঠাকরেও শিবাজি পার্কে।
• শিবাজি পার্ক পৌঁছলেন শরদ পওয়ার।
• শিবাজি পার্কে শপথ অনুষ্ঠানে যোগ দিতে এলেন কপিল সিব্বল, আহমেদ পটেল।