Uddhav Thackeray

সিএএ সমর্থন করলেও মহারাষ্ট্রে এনআরসি নয়, হুঙ্কার উদ্ধব ঠাকরের

সংশোধিত নাগরিকত্ব আইন সমর্থনে উদ্ধবের যুক্তি, ‘‘সিএএ কখনই কাউকে দেশহীন করে দেবে না।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৯
Share:

এনআরসি-র বিরোধিতায় উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বা জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) নিয়ে এ বার অবস্থান স্পষ্ট করল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রে এনআরসি ও এনপিআর হতে দেবেন না বলে ইঙ্গিত দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় দেওয়া একটি সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেছেন উদ্ধব। তবে, তাৎপর্যপূর্ণ ভাবে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে মোদী সরকারকে সমর্থন করেছেন শিবসেনা প্রধান।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন সমর্থনে উদ্ধবের যুক্তি, ‘‘সিএএ কখনই কাউকে দেশহীন করে দেবে না।’’ তবে ওই আইনকে কেন্দ্র করেই উঠে আসছে এনআরসি ও এনপিআর-এর প্রসঙ্গও। তা নিয়ে অবশ্য মোদী সরকারের পাশে দাঁড়াচ্ছে না শিবসেনা। এমনকি মহারাষ্ট্রে এনআরসি হতে দেবেন না বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব। দেশের মধ্যে একমাত্র অসমেই এনআরসি হয়েছে। তাতে বহু হিন্দুর নামও বাদ গিয়েছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই উদ্ধব বলছেন, ‘‘এনআরসি অনুযায়ী, শুধু মুসলিম নন, হিন্দুদেরও নাগরিকত্ব প্রমাণ করা কষ্টকর হবে। তাই আমি এ রাজ্যে এনআরসি হতে দেব না।’’

সিএএ-কে কেন্দ্র করে দেশ জুড়ে তুমুল বিতর্কের আবহ তৈরি হয়েছে। চলছে লাগাতার প্রতিবাদ-আন্দোলনও। মোদী সরকারের এই পদক্ষেপের বিরোধিতায় নেমেছে কংগ্রেস ও এনসিপি-ও। মহারাষ্ট্রের জোট সরকারের এই দুই শরিক সিএএ-র বিরোধিতা করলেও, নতুন আইনে অবশ্য আস্থা রাখছেন শিবসেনা প্রধান।

Advertisement

আরও পড়ুন: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সনিয়া গাঁধী

আরও পড়ুন: সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন ফের গুলি চলল জামিয়ার বাইরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement