মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। - ফাইল ছবি।
ভিমা-কোরেগাঁও মামলা তুলে নেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব। জোট সরকারের শরিক শরদ পওয়ারের দল এনসিপির এক প্রতিনিধিদলকে মঙ্গলবার এই আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ওই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন কয়েক জন দলিত সমাজকর্মী। গত বছর ওই মামলা দায়ের হয়।
মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কয়েকটি মামলা তুলে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়ে ওঠেন উদ্ধব। অ্যারে কলোনিতে নির্বিচারে গাছ কাটার প্রতিবাদীদের বিরুদ্ধে অবিলম্বে মামলা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। যাঁরা কোঙ্কনে নানর তেল শোধনাগার তৈরির বিরোধিতা করেছিলেন, তাঁদের বিরুদ্ধে চলা মামলাও তুলে নিতে বলেন উদ্ধব।
গত কাল উদ্ধবের সঙ্গে এনসিপির যে প্রতিনিধিদলটি দেখা করতে গিয়েছিলেন তার সদস্য ছিলেন দুই ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত পাটিল, ছগন ভূজবল ও বিধায়ক প্রকাশ গজভিয়ে।
আরও পড়ুন- যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি সেনাবাহিনী, চিন প্রশ্নে সংসদে জবাব রাজনাথের
আরও পড়ুন- নাগরিকত্ব বিলে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার, আগামী সপ্তাহেই পেশ হবে সংসদে
পরে প্রতিনিধিদলের সদস্য বিধায়ক গজভিয়ে বলেন, ‘‘অনেকের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হয়েছে। যার কোনও ভিত্তি নেই। মুখ্যমন্ত্রী মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন।’’