Drown

খালে পড়ল গাড়ি, সওয়ারি দুই মহিলার দেহ উদ্ধার, খোঁজ চলছে ১০ বছরের বালকের

বৃহস্পতিবার রাতে জামনিয়া গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল গাড়িটি। তাতে সওয়ার ছিলেন ১০ বছরের বালক-সহ ছ’জন। ওই গ্রামের ওমকারেশ্বর বাঁধ থেকে খালে পড়ে যায় গাড়িটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৯
Share:
representational image of drowning

— প্রতীকী চিত্র।

নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল গাড়ি। ডুবে মৃত্যু হল গাড়িতে সওয়ার দুই মহিলার। ১০ বছরের এক বালকের খোঁজ চলেছে এখনও। মধ্যপ্রদেশের ধার জেলার ঘটনা।

Advertisement

বৃহস্পতিবার রাতে জামনিয়া গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল গাড়িটি। তাতে সওয়ার ছিলেন ১০ বছরের বালক-সহ ছ’জন। ধার জেলার ধর্মপুরী থানা থেকে ৬০ কিলোমিটার দূরে ওই গ্রামের ওমকারেশ্বর বাঁধ থেকে খালে পড়ে যায় গাড়িটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সিংহ বাকরওয়াল জানান, গাড়িতে সওয়ার তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি দুই মহিলার দেহ উদ্ধার হয়েছে। ১০ বছরের এক বালকের খোঁজ চালাচ্ছেন ডুবুরিরা।

ইন্দ্রজিৎ জানিয়েছেন, মৃত মহিলাদের নাম কুসুম (৩২), ঝালু বাই সিংহ (৫৫)। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ১০ বছরের ওম লক্ষ্মণের খোঁজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement