Afghanistan Cricket

নিজের দেশের প্রস্তাব ফিরিয়ে আফগানিস্তানের মেন্টর! কেন পাকিস্তানকে ‘না’ বলেছিলেন ইউনিস

নিজের দেশ নয়, ইউনিস বেছে নিয়েছিলেন আফগানিস্তানকেই। সেই দেশের সাজঘরেই তাঁকে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৫
Share:
Younis Khan

ইউনিস খান। —ফাইল চিত্র।

আফগানিস্তানের মেন্টর ইউনিস খান। তাঁকে প্রস্তাব দিয়েছিল পাকিস্তানও। কিন্তু নিজের দেশ নয়, ইউনিস বেছে নিয়েছিলেন আফগানিস্তানকেই। সেই দেশের সাজঘরেই তাঁকে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

Advertisement

পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক রশিদ লতিফ জানিয়েছেন, পাকিস্তানের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন ইউনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইউনিসকে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। কিন্তু তিনি আফগানিস্তানের হয়েই কাজ করতে চেয়েছিলেন। লতিফ বলেন, “আফগানিস্তানের হয়ে কাজ করার জন্য পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ইউনিস। পাকিস্তানে কাজ করে টাকা পাওয়া যায় না।”

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। অন্য দিকে, আফগানিস্তান হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। তারা এখনও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে। পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১০) জেতানো অধিনায়ক ইউনিসকে মেন্টর করে আফগানিস্তান। পাকিস্তানের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই ইউনিসের সাহায্য চেয়েছিল তারা।

Advertisement

ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ খেলতে আসার আগে অজয় জাডেজাকে মেন্টর করেছিল আফগানিস্তান। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার সময় মেন্টর করেছিল ডোয়েন ব্র্যাভোকে। সেখানে তারা প্রথম বার কোনও বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে তাদের কাছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে হারায় ইংল্যান্ডকে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে আফগানিস্তান। এক দিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের দাপটে হেরে গিয়েছিল তারা। শুক্রবার সেই হারের বদলা নিতে পারলে সেমিফাইনালে পৌঁছে যাবে আফগানিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement