দুই মহিলাকে খুনের অভিযোগ উঠল তাঁদের স্বামীদের বিরুদ্ধে। প্রতীকী ছবি।
সন্তানের জন্ম দিতে না পারায় দুই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁদের স্বামীদের বিরুদ্ধে। খুনের চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে দুই স্বামীর সঙ্গে গ্রেফতার করা হয়েছে শ্বশুরকে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নানদয়াল জেলার নান্নুর গ্রামে।
পুলিশ সূত্রে খবর, নান্নুর গ্রামে ৬০ কোটি টাকার সম্পত্তি রয়েছে কুরুভা গোগান্না নামে এক ব্যক্তির। কয়েক বছর আগে তাঁর দুই পুত্র কুরুভা পেড্ডা গোবিন্দু ও কুরুভা চিন্না গোবিন্দুর বিয়ে হয়। কয়েক বছর কেটে গেলেও ওই ব্যক্তির দুই পুত্রবধূর কেউই সন্তানের জন্ম দেননি। এতে ওই ব্যক্তি অসন্তুষ্ট ছিলেন। বংশধর কে হবে, এ নিয়ে চিন্তায় ছিলেন তিনি।
অভিযোগ, সমাধান হিসাবে দুই পুত্রবধূকে খুন করে ছেলেদের আবার নতুন করে বিয়ে দেওয়ার কথা ভাবেন ওই ব্যক্তি। এর পরই ছেলেদের সঙ্গে খুনের চক্রান্ত করেন তিনি। সেই মতো গত বুধবার স্ত্রীদের নিয়ে চাষের জমিতে যান দুই যুবক। সেখানেই কাস্তে ও ছুরি দিয়ে স্ত্রীদের কুপিয়ে খুন করেন বলে অভিযোগ উঠেছে ওই দুই যুবকের বিরুদ্ধে।
খুনের ঘটনা আড়াল করতে গ্রামে ফিরে এসে ওই ব্যক্তি জানান যে, তাঁর দুই পুত্রবধূকে কয়েক জন দুষ্কৃতী খুন করেছেন। এই ঘটনার তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের। এর পরই পুলিশ আসল ঘটনা জানতে পারে। গ্রেফতার করা হয়েছে দুই মহিলার স্বামী ও শ্বশুরকে।