Madhyamik Registration Certificate

’২৬-র মাধ্যমিক পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট কবে পাবে স্কুল? বিজ্ঞপ্তি পর্ষদের

দু’দিনের মধ্যে স্কুলগুলিকে বোর্ডের কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে পড়ুয়াদের রেজিস্টেশন সার্টিফিকেট। মূলত যে সমস্ত পড়ুয়া ২০২৬-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাঁদের জন্য এই শংসাপত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:১৫
Share:

প্রতীকী ছবি।

সামনেই মাধ্যমিক। তার আগেই ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে এমনই এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি সপ্তাহে শুক্র এবং শনিবার অর্থাৎ ২০ ও ২১ ডিসেম্বর পাওয়া যাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই দু’দিনের মধ্যে স্কুলগুলিকে বোর্ডের কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। মূলত যে সমস্ত পড়ুয়া ২০২৬-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই শংসাপত্র।

Advertisement

কোনও পড়ুয়ার যদি নাম বা অন্য তথ্য ভুল এসে থাকে সার্টিফিকেটে তা হলে সেটি ঠিক করার সময়সীমাও বেঁধে দিয়েছে পর্ষদ। ২০২৫-এর ৩ মার্চ থেকে ১৪ মার্চ-এর মধ্যে সংশোধন করতে হবে। সে ক্ষেত্রে স্কুলকে তার রিজিওনাল অফিসে সঠিক নথি-সহ যোগাযোগ করে এই পরিবর্তন করতে হবে।

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের পর এ বার প্রথম মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়াও হয়েছিল অনলাইনে। এ বছর যারা নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে, তারাই ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নবম শ্রেণিতে সম্পূর্ণ করতে হয়। এ বার আর অফলাইনে নয়, অনলাইনে সম্পন্ন করতে হয়েছিল স্কুলগুলিকে।

Advertisement

অন্য দিকে, ২০২৫-র মাধ্যমিক পরীক্ষা ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ২টো নাগাদ। ইতিমধ্যে টেস্ট পরীক্ষাও সম্পন্ন হয়ে গিয়েছে স্কুলের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement