Morgue in Jhansi

আবার ঝাঁসির মর্গ! মৃতদেহের পায়ে কাপড় বেঁধে টেনে নিয়ে গেলেন দুই যুবক, ছবি দেখে শিউরে উঠল দেশবাসী

যাঁরা দেহ টেনে নিয়ে যাচ্ছেন, তাঁদের মুখ দেখা যায়নি ভিডিয়োতে। একটি সূত্রের দাবি, তাঁরা দু’জন অ্যাম্বুল্যান্সের চালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৯:২৩
Share:

মৃতদেহের পায়ে কাপড় বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত।

মৃতদেহের পায়ে বাঁধা রয়েছে কাপড়। সেই কাপড় ধরে দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন দু’জন। উত্তরপ্রদেশের ঝাঁসির একটি মর্গের এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন অনেকে। এর আগেও ঝাঁসির এই মর্গে মৃতদেহ অসম্মান করার ঘটনা প্রকাশ্যে এসেছে।

Advertisement

ন’সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতেই ঝাঁসির মর্গে মৃতদেহের অসম্মানের ঘটনাটি প্রকাশ্যে এসেছে। যাঁরা দেহ টেনে নিয়ে যাচ্ছেন, তাঁদের মুখ দেখা যায়নি ভিডিয়োতে। একটি সূত্রের দাবি, তাঁরা দু’জন অ্যাম্বুল্যান্সের চালক। সেখানকার পুলিশ আধিকারিক রামবীর সিংহ জানিয়েছেন, ভিডিয়োটি কখন, কোথায় তোলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ভিডিয়োতে দেখে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে। দোষীরা যথাযথ শাস্তি পাবেন।

এর আগে এই ঝাঁসির মর্গেই অ্যাম্বুল্যান্স থেকে দেহ ছুড়ে ফেলার ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই নিয়ে আঙুল উঠেছিল মর্গ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বার আবার কাঠগড়ায় কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement