— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দু’টি বাসের মাঝে চিঁড়েচ্যাপ্টা হলে গেল বাইক। মারা গেলেন দুই সওয়ারি। কোচির পালারিভাত্তোমের ঘটনা। বাস দু’টি কেরল রাজ্য সড়ক পরিবহণ দফতরের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ হয়েছে এই দুর্ঘটনা। কেরল সরকারি পরিবহণের একটি বাসের পিছনে ছিল বাইকটি। তার পিছনে ধাওয়া করে আসছিল দ্বিতীয় বাস। আচমকই সেটি বাইকে ধাক্কা দেয়। তার পর সামনের বাসে ধাক্কা মারে। দু’টি বাসের মাঝে পড়ে যায় বাইকটি। তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই আরোহীর।
পুলিশের প্রাথমিক অনুমান, বৃষ্টির কারণে রাস্তায় জল ছিল। সে কারণেই বিপত্তি। পিছন থেকে ধাক্কা মেরেছিল যে বাসটি, তার চালককে গ্রেফতার করেছে পুলিশ। সেই বাসের কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। হাসপাতালে কয়েক জনকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত এক জনের নাম মহম্মদ সাজাদ। তিনি আলুভার বাসিন্দা। দ্বিতীয় জনের পরিচয় মেলেনি।