Pratyusha Banerje

মদে ডুবে থাকতেন প্রত্যুষা, তাঁর মৃত্যুর দায় কাম্য পঞ্জাবিরও, চাঞ্চল্যকর দাবি প্রেমিকের

প্রেমিকের কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন প্রত্যুষা, এমনই অভিযোগ ছিল রাহুলের বিরুদ্ধে। এ বার পর্দার আনন্দীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রেমিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:১৮
Share:

প্রত্যুষাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রেমিক রাহুলের। ছবি: সংগৃহীত।

হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে ‘বালিকা বধূ’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রীর মৃত্যুতে নড়ে বসে গোটা দেশ। অভিনেত্রীর মৃত্যুতে মূল অভিযুক্ত ছিলেন তাঁর একত্রবাসের সঙ্গী প্রেমিক রাহুল সিংহ। দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই মামলায় মুক্তির আবেদন করেন রাহুল। তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। অভিযোগ, প্রেমিকের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন বছর ২৪-এর প্রত্যুষা।

Advertisement

মেয়ের মৃত্যুর পর প্রেমিক রাহুল সিংহের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারা (আত্মহত্যায় প্ররোচনা), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা)-সহ একাধিক মামলা করেন অভিনেত্রীর মা। প্রত্যুষার প্রেমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তাঁর দুই বন্ধু কাম্য পঞ্জাবি ও বিকাশ গুপ্ত। মৃত্যুর আগে শেষ বার নাকি রাহুলকেই ফোন করেন প্রত্যুষা। এ বার অভিনেত্রীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাহুল। তিনি জানান, মদের নেশায় আসক্ত ছিলেন প্রত্যুষা। যদিও প্রেমিকের কথায় নেশা ছাড়ার সায়ও দেন। সেই জন্য সমস্ত পার্টিতে যাওয়া কমিয়ে দেন। তবে কাম্যই সেই বন্ধু যার কারণে মদে আসক্ত হয়ে পড়েন প্রত্যুষা, দাবি রাহুলের। শুধু তা-ই নয়, প্রত্যুষার থেকে লাখ দুয়েক টাকা ধারও নেন কাম্য। চাইলেও তা ফেরত পাননি অভিনেত্রী। প্রত্যুষার বন্ধুদের মধ্যে কাম্য ও বিকাশ বার বার রাহুলের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি অভিনেত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন, এমন অভিযোগও এনেছিলেন। এ বার পাল্টা কাম্যকে নিয়ে বিস্ফোরক রাহুল।

যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কাম্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement