CPI Maoist

নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, ছত্তীসগঢ়ের বস্তারে হত দুই মাওবাদী, উদ্ধার অস্ত্র, বিস্ফোরক

গত ৬ জানুয়ারি ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার অম্বেলি গ্রামের কাছে বেদ্রে-কুতরু রোডে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদী বাহিনী। তার পর থেকে চলছে ধারাবাহিক অভিযান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:৪১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ছত্তীসগঢ়ের বস্তারের জঙ্গলে আবার মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশের যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ওড়িশা সীমান্ত লাগোয়া গরিয়াবান্দ জেলায় সোমবার দুই মাওবাদী গেরিলার মৃত্যু হয়েছে।

Advertisement

পুলিশের দাবি, নিহতেরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সহযোগী দলমের সদস্য। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর। গোপন সূত্রে মাওবাদী গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল বলে পুলিশের দাবি।

গত ৬ জানুয়ারি ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার অম্বেলি গ্রামের অদূরে বেদ্রে-কুতরু রোডে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদী বাহিনী। ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ (ডিআরজি) বাহিনীর আট জওয়ান এবং গাড়ির চালক ওই হামলায় নিহত হয়েছিলেন। তার পরেই কেন্দ্রীয় আধাসেনা ও পুলিশের যৌথবাহিনী উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইন-সন্ধানী যন্ত্র এনে বস্তার ডিভিশন জুড়ে ল্যান্ডমাইন এবং আইইডির খোঁজে জোরকদমে অভিযান শুরু করেছে। তার পর থেকেই কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশ যৌথ ভাবে বস্তার জঙ্গল ও পাহাড়ঘেরা এলাকায় ধারাবাহিক তল্লাশি অভিযান চালাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement