Tamil Nadu Bus Accident

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত ৭০! ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের

দুর্ঘটনায় নিহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

চেন্নাই শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১৬:৪০
Share:

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বাসের ছবি। —পিটিআই

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। ৭০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। এই দুর্ঘটনায় নিহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Advertisement

সোমবার সে রাজ্যের কাডালোর জেলায় পট্টমবাক্কম এলাকায় দু’টি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাস আসছিল কাডালোর দিক থেকে। আর একটি বাস আসছিল পানরুটি থেকে। হঠাৎই একটি বাসের সামনের চাকার টায়ার ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা বাসটিতে ধাক্কা মারে। আহত যাত্রীদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement