Accident

ছটের ছুটিতে বাড়ি ফিরছিলেন, বাইকে ধাক্কা ট্রাকের, দুই পুলিশ কনস্টেবলের করুণ পরিণতি

ভোজপুরের পুলিশ সুপার সঞ্জয় সিংহ জানিয়েছেন, ছুটপুজোর ছুটিতে বাড়ি যাচ্ছিলেন ওই দুই কনস্টেবল। শনিবার সকাল ১০টা নাগাদ আরা টাউনের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ২০:৫২
Share:

একই বাইকে চেপে বাড়ি যাচ্ছিলেন দুই পুলিশ কর্মী, তখনই দুর্ঘটনা। ছবি: প্রতীকী

ছটের ছুটিতে বাড়ি ফিরছিলেন দুই পুলিশকর্মী। বাইকে ধাক্কা দেয় ট্রাক। ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জনেই। বিহারের ভোজপুর জেলার ঘটনা।

Advertisement

ভোজপুরের পুলিশ সুপার সঞ্জয় সিংহ জানিয়েছেন, ছুটপুজোর ছুটিতে বাড়ি যাচ্ছিলেন ওই দুই কনস্টেবল। শনিবার সকাল ১০টা নাগাদ আরা টাউনের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা হয়। বাইকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ততক্ষণে পালিয়ে গিয়েছেন চালক।

পুলিশ সুপার সঞ্জয়ের কথায়, ‘‘কনস্টেবল সুশীল কুমার ঝাঁ (২৫), কনস্টেবল জগদীশ শাহ (২৬)-কে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।’’ বক্সার জেলায় বিহার মিলিটারি পুলিশের ব্যাটালিয়নে ছিলেন তাঁরা। পুলিশ সুপার বলেন, ‘‘ছটের জন্য ছুটি নিয়েছিলেন। একই বাইকে চেপে বাড়ি যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনা। দু’জনেই চম্পারণের বাসিন্দা। সুশীল পশ্চিম চম্পারণের বাসিন্দা। সেই পথেই পড়ে পূর্ব চম্পারণ, যেখানে থাকেন জগদীশ।’’ দেহ দু’টি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। খোঁজ চলছে ট্রাক চালকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement