Assam

বাড়িতে গুপ্তধন! গুণিনের পরামর্শে নিজের সন্তানদের বলি দেওয়ার চেষ্টা দুই ভাইয়ের

অসমের শিবসাগর জেলার ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৯:১৩
Share:

অভিযুক্ত দুই ভাই।

গুপ্তধনের লোভে নিজেদের সন্তানকে বলি দিতে গিয়ে প্রতিবেশীদের হাতে ধরা পড়লেন একই পরিবারের দুই ভাই। অসমের শিবসাগর জেলার ঘটনা।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জামিউর এবং শরিফুল হুসেন নামে দুই ভাইকে আটক করে জেরা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি বেজ নামে এক গুণিনের সঙ্গে সাক্ষাৎ হয় দুই ভাইয়ের। ওই গুণিন নাকি জামিউর এবং শরিফুলকে বলেছিল, তাঁদের বাড়ির চৌহদ্দিতে থাকা আমগাছের নীচে গুপ্তধন আছে। সেই গুপ্তধন পেতে গেলে নিজের সন্তানদের বলি দিতে হবে।

পুলিশ আরও জানিয়েছে, গুপ্তধনের জন্য মরিয়া দুই ভাই তাঁদের ৬ সন্তানকে প্রথমে গাছতলায় নিয়ে যায়। তার পর বলি দেওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীরা ঘিরে ফেলেন দুই ভাইকে। উদ্ধার করা হয় শিশুদের। জামিউর এবং শরিফুলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

শিবাসাগরের এক পুলিশ আধিকারিক বলেন, “শিশুদের ঘরে বন্দি অবস্থায় দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা ওই পরিবারের উপর নজর রাখছিলেন। বলি দেওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীরা দুই ভাইকে হাতেনাতে ধরে ফেলেন।” যদিও জামিউর এবং শরিফুল বলি দেওয়ার ঘটনাটি অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, বেজ নামে ওই গুণিনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: মুম্বইয়ের হোটেলে বাগদান অনুষ্ঠান চলাকালীন গণধর্ষণ! অভিযুক্ত তিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement