Crime

স্বামীকে খুনে প্রেমিকের সঙ্গে মিলে ছক কষেছেন স্ত্রী! অন্ধ্রপ্রদেশে গ্রেফতার দুই অভিযুক্ত

অন্ধ্রপ্রদেশের মুলাপেটা জেলার বাসিন্দা এম গুবারয়্যা ওরফে আদিব্যা (৩৫)-কে খুনের অভিযোগে তাঁর স্ত্রী এম শ্রীদেবী এবং শ্রীদেবীর ‘প্রেমিক’ কে মুকুন্দ রাওকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৬
Share:

প্রতীকী ছবি।

স্বামীকে রাস্তা থেকে সরানোর জন্য প্রেমিকের সঙ্গে মিলে ছক কষেছিলেন স্ত্রী। সেই পরিকল্পনা মতোই অন্ধ্রপ্রদেশের এক কৃষককে ছুরি মেরে খুন করেছেন ওই বিবাহিত তরুণীর প্রেমিক। রবিবার সংবাদমাধ্যমে এমনই দাবি করেছে পুলিশ। ওই কৃষককে খুনের অভিযোগে তাঁর স্ত্রী এবং ‘প্রেমিক’কে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের মুলাপেটা জেলার বাসিন্দা এম গুবারয়্যা ওরফে আদিব্যা (৩৫)-কে খুনের অভিযোগে তাঁর স্ত্রী এম শ্রীদেবী এবং শ্রীদেবীর ‘প্রেমিক’ কে মুকুন্দ রাওকে গ্রেফতার করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি বঞ্জিরুপেটার একটি নির্জন জায়গায় আদিব্যার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছিল। তাঁর দেহে ছুরির আঘাত ছিল।

পুলিশের দাবি, পেশায় কৃষক আদিব্যা এবং মুকুন্দের মধ্যে এককালে বন্ধুত্ব ছিল। তবে বেশে কয়েক মাস আগে মুকুন্দের সঙ্গে আদিব্যার স্ত্রীয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তা নিয়ে সন্দেহে স্ত্রীকে শাসিয়েছিলেন আদিব্যা। এর পরই স্বামীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ছক কষেন শ্রীদেবী। ৮ ফেব্রুয়ারি বঞ্জিরুপেটা স্টেশনে মোটরবাইক নিয়ে আসতে বলেন মুকুন্দ। সেখানে পৌঁছনোর পর আদিব্যাকে একটি নির্জন জায়গায় নিয়ে যান তিনি। এর পর ছুরি মেরে তাঁকে খুন করেন। পরের দিন তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, এই খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি-সহ ওই বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement