প্রতীকী ছবি।
আইএমএ হুমকি দিয়েছিল, চিকিৎসক দেবেন দত্তর হত্যার ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে স্বাস্থ্য পরিষেবা অচল করে দেওয়া হবে। এর পরেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দেবেনবাবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। জানান, অর্থ দফতরের কমিশনার সচিব শ্যাম জগন্নাথনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিচার ফাস্ট ট্র্যাক আদালতে হবে।
পাশাপাশি, সঞ্জয় রাজোয়ার নামে যে শ্রমিক দেবেনবাবুর পায়ের শিরা কেটে দেয়, তাকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রমিকদের উস্কানি দেওয়ায় ধৃত আটসা নেতা মনোজ মাঝি। আইএমএ সভাপতি তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘ধৃতরা যাতে জামিন না পায়, তা নিশ্চিত করতে হবে।’’