Supreme Court

Building demolition: ২৮ অগস্ট বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হবে নয়ডার ৪০ তলার জোড়া ভবন: সুপ্রিম কোর্ট

৪০ তলার জোড়া ভবন ধ্বংসের জন্য মোট সাড়ে তিন হাজার কেজি বিস্ফোরক ভবনটির ৯,৪০০টি গর্তে ঢোকানো হবে বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১৫:১৩
Share:

এই জোড়া বিল্ডিংই বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হবে। টুইটার থেকে নেওয়া।

গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে সুপারটেকের ৪০ তলার জোড়া ভবন ধ্বংস করা হবে আগামী ২৮ অগস্ট। গত বছরই এলাকার নির্মাণ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এই জোড়া অট্টালিকা ধ্বংস করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisement

৪০ তলার জোড়া ভবন ধ্বংস করার দিন ঠিক হয়েছিল ২১ অগস্ট, দুপুর আড়াইটে। কিন্তু সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া বিশেষজ্ঞ কমিটি সম্প্রতি রিপোর্ট দিয়ে ধ্বংসের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন করে শীর্ষ আদালতে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরই সুপ্রিম কোর্ট ধ্বংসের দিন পিছিয়ে ২৮ অগস্ট করে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপন্নার ডিভিশন বেঞ্চ জানিয়েছে ২৮ অগস্ট থেকে শুরু করে ৪ সেপ্টেম্বরের মধ্যে বহুতলটি ধ্বংসের কাজ শেষ করে ফেলতে হবে।

এ জন্য প্রয়োজনীয় বিস্ফোরক ওই জোড়া বহুতল গর্ত করে ঢোকানো হবে। তার পর ধাপে ধাপে তাতে বিস্ফোরণ ঘটানো হবে। এ জন্য সুরক্ষাবিধি যথাযথ ভাবে পালনেরও নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisement

গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের ধারে ৪০ তলার জোড়া বহুতল ধ্বংসের জন্য মোট সাড়ে তিন হাজার কেজি বিস্ফোরক বিল্ডিংয়ের ৯,৪০০টি গর্তে ঢোকানো হবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement