সামসুদ্দিনের দাবি

রাহুল রায়ের সঙ্গে সামসুদ্দিন বড়লস্করের বিবাদ ঘিরে সরগরম হাইলাকান্দি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সামসুদ্দিনকে দলবিরোধী কাজের জন্য বহিস্কার করার দাবি তুলেছেন প্রাক্তন বিধায়ক তথা আলগাপুরের কংগ্রেস প্রার্থী রাহুলবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০৩:১৯
Share:

রাহুল রায়ের সঙ্গে সামসুদ্দিন বড়লস্করের বিবাদ ঘিরে সরগরম হাইলাকান্দি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সামসুদ্দিনকে দলবিরোধী কাজের জন্য বহিস্কার করার দাবি তুলেছেন প্রাক্তন বিধায়ক তথা আলগাপুরের কংগ্রেস প্রার্থী রাহুলবাবু। আজ জেলা কংগ্রেস সভাপতি অশোক দত্তগুপ্তের কাছে স্মারকপত্র দিয়ে রাহুলবাবুর বিরুদ্ধে পাল্টা দলবিরোধী কাজের অভিযোগ তুলেছেন সামসুদ্দিন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন। সামসুদ্দিনের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির কয়েকটি জেলা পরিষদে রাহুলবাবু দলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাতের ছক কষেছিলেন। সামসুদ্দিন দাবি করেন, তিনি দলবিরোধী কোনও কাজ করেননি। জেলা কংগ্রেস সভাপতি অশোক দত্তগুপ্তের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement