Rape

টিউশন পড়ানোর পর তিন মাস ধরে ছাত্রীকে ধর্ষণ! মহারাষ্ট্রে গ্রেফতার সেই শিক্ষক

বিষয়টি ধরা পড়ে, যখন ছাত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। পেটে ব্যথা হওয়ার কারণে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসক যৌন হেনস্থার সম্ভাবনার কথা জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

তিন মাস ধরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আরবি শিক্ষকের বিরুদ্ধে। অবশেষে ১১ বছরের কিশোরীর পরিবারের অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ। মহারাষ্ট্রের বিড়ের ঘটনা।

Advertisement

ধৃতের নাম, পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পেঠবির থানার ইনস্পেক্টর একে মুদালিয়ার জানিয়েছেন, অভিযুক্তের বাড়িতে আরবি পড়তে যেত নির্যাতিতা। আরও অনেক পড়ুয়াই সেখানে পড়তে যেত। বাকিরা বেরিয়ে গেলে শিক্ষক কিশোরীকে ধর্ষণ করতেন বলে অভিযোগ। বিষয়টি ধরা পড়ে, যখন ছাত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। পেটে ব্যথা হওয়ার কারণে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসক যৌন হেনস্থার সম্ভাবনার কথা জানান।

এর পর কিশোরী পরিবারকে বিষয়টি জানায়। সে জানায়, গত তিন মাস ধরে তাঁকে ধর্ষণ করছেন ওই চিকিৎসক। বিষয়টি গোপন রাখার জন্য হুমকিও দিয়েছেন। সব জানার পর থানায় অভিযোগ করেন ছাত্রীর অভিভাবক। তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। পকসো ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement