তিরুমালা তিরুপতি মন্দির। —ফাইল চিত্র।
তিরুপতি মন্দির চত্বরে রাজনৈতিক বক্তৃতা ও ঘৃণাভাষণে নিষেধাজ্ঞা জারি করা হল। একটি বিবৃতিতে এই কথা জানিয়েছেন তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ। অন্যথায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গুজরাতের একটি পরীক্ষাগারের রিপোর্ট উদ্ধৃত করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু গত সেপ্টেম্বরে অভিযোগ করেছিলেন যে, তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহার করা হত। বিজেপির অন্যতম শরিক চন্দ্রবাবুর টিডিপি-র অভিযোগ, জগন্মোহন রেড্ডি মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘটেছিল এমনটা। সেই ইস্তক মন্দিরকে কেন্দ্র করে রাজনীতির তরজা চলে আসছে। চত্বরের আধ্যাত্মিক পরিবেশ ক্ষুণ্ণ করে নেতানেত্রী-সহ কেউ কেউ মন্দিরের সামনেই রাজনৈতিক বক্তৃতা এবং ঘৃণাভাষণ দিয়ে বিশৃঙ্খলা পাকানোয় এমন নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে বলে জানিয়েছেন দেবস্থান কর্তৃপক্ষ।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের গঠন করে দেওয়া পাঁচ সদস্যের কমিটি তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে ভেজাল ঘি ব্যবহারের অভিযোগের তদন্ত করছে।