কী ভাবে পিস্তলটি পেল কিশোর, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। প্রতীকী ছবি।
দাদার সঙ্গে জঙ্গলে পাখি শিকারে বেরিয়েছিল এক বালিকা। সেখানে পাখিকে গুলির বদলে নিজের বুকেই গুলি করে আত্মঘাতী হয়েছে দাদা। ত্রিপুরায় এক কিশোরের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে এমন তথ্যই হাতে পেয়েছে পুলিশ।
নিজের বুকে গুলি করছে দাদা— এই দৃশ্য দেখা মাত্রই ছুটে গিয়েছিল ওই বালিকা। তখনই তার দিকে উড়ে আসে আরও একটি গুলি। যেটি তার মাথায় লাগে। বর্তমানে হাসপাতালে চিকিসাধীন ওই বালিকা। তার বয়ানের ভিত্তিতেই এই ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ধালাউ জেলার জলচন্দ্র কারবারি পাড়ায় গভীর জঙ্গলে গুলিবিদ্ধ এক কিশোরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার তদন্তে নেমেই এ কথা জানতে পেরেছে পুলিশ।
জানা গিয়েছে, গত বুধবার ওই জঙ্গলে দানিময় চাকমা নামে ১৪ বছরের এক কিশোরের সঙ্গে পাখি শিকার করতে গিয়েছিল তার বোন ন’বছরের লক্ষ্মীরানি চাকমা।
দানিময়ের সঙ্গে একটি দেশি পিস্তল ছিল। পুলিশ সূত্রে খবর, জঙ্গলের মধ্যে আচমকাই নিজের বুকে গুলি করে ওই কিশোর। এটা দেখামাত্রই দৌড়ে যায় তার বোন। সে সময় আরও এক রাউন্ড গুলি ছোড়ে ওই কিশোর। যা লাগে তার বোনের মাথায়। ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। স্থানীয়রাই বালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে ঠিক কী ঘটেছিল সেদিন জঙ্গলে এবং কেনই বা হঠাৎ গুলি চালাল কিশোর, এ নিয়ে স্পষ্ট ভাবে বলতে পারেনি ওই বালিকা। এই ঘটনায় বিশদে জানতে কিশোরীরের বাবা-মায়ের সাহায্য নেওয়া হচ্ছে।বালিকার সঙ্গেও কথা বলা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সেই সঙ্গে কিশোরের হাতে কী ভাবে ওই পিস্তল এল, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।