সিপিএম নেতা, কর্মীদের বিজেপিতে আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। — ফাইল ছবি।
‘‘বিজেপি হল গঙ্গার মতো। ডুব মারলেই সব পাপ ধুয়ে সাফ।’’ সিপিএম নেতা, কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে এমনই মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার, দক্ষিণ ত্রিপুরায় বিজেপির জন বিশ্বাস যাত্রায় হাজির হয়েছিলেন মানিক। সেখানেই সিপিএম নেতা, কর্মীদের কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রকাশ্য আহ্বান জানান তিনি।
জনসভায় মানিক বলেন, ‘‘লেনিন, স্তালিনের মতাদর্শে বিশ্বাস রাখা মানুষের কাছে আমার আবেদন, বিজেপিতে যোগ দিন। কারণ বিজেপি হল গঙ্গা নদীর মতো। আপনার যত পাপ আছে, একবার পবিত্র স্নান করলেই সব ধুয়ে সাফ হয়ে যাবে।’’ এখানেই থামেননি মানিক। তিনি বলে চলেন, ‘‘ট্রেনের কিছু কামরা এখনও খালি আছে। বসার আসনও আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের গন্তব্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর।’’
এ দিন সিপিএমকে তীব্র আক্রমণও শানান মানিক। বামপন্থীরা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, বিজেপি ক্ষমতায় এসে সেই অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, ‘‘বাম আমলে গণতন্ত্রের নামগন্ধও ছিল না। কারণ বামপন্থীরা হিংসা এবং সংঘর্ষে বিশ্বাস রাখেন। শুধুমাত্র দক্ষিণ ত্রিপুরায় বিরোধীদের ৬৯ জন নেতা খুন হয়েছেন।’’
আসন্ন বিধানসভা ভোটে বিজেপির জয় নিশ্চিত বলেও এ দিন দাবি করেন মানিক। তিনি বলেন, ‘‘আমাদের জয় নিয়ে বিরোধীদের মনেও কোনও সন্দেহ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৫ জানুয়ারি যে জন বিশ্বাস যাত্রা আরম্ভ করেছেন, তাতেই বিরোধীদের কুপোকাত অবস্থা।’’