Tripura Civic Polls

Tripura Civic Poll 2021: ত্রিপুরা পুরভোটে গেরুয়া ঝড়, আগরতলায় ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এল তৃণমূল

আগরতলা পুরসভার ৫১টি আসনের সবক’টিতেই জয়ী বিজেপি। ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১০:৩১
Share:

আগরতলায় বিজেপি কর্মী-সমর্থকদের উল্লাস। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৭:১৪ key status

ঐতিহাসিক দিন, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, “ঐতিহাসিক দিন। সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। রাজ্যেক সংস্কৃতি, ঐতিহ্যকে যে ভাবে পদদলিত করা হচ্ছিল তারই উত্তর দিয়েছেন ত্রিপুরাবাসী।”

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৭:০৮ key status

৩২৯টি আসনে জয় বিজেপি-র

মোট ৩৩৪টি আসনের মধ্যে ৩২৯টিতে জিতেছে বিজেপি। 

Advertisement
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৫:১১ key status

ত্রিপুরা পুরভোটে গেরুয়া ঝড়

২২২টি আসনে ভোট হয়। তার মধ্যে ধর্মনগরে ২৫টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী বিজেপি। পানিসাগরে ১২টি আসনে জিতেছে বিজেপি। একটি পেয়েছে সিপিএম। কুমারঘাটে সবক’টি (১৫ আসন) আসনই জিতেছে বিজেপি। আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং ত্রিপুরামোথা একটি করে আসন জিতেছে। এ ছাড়া তেলিয়ামুড়া (১৫ আসন), সোনামূড়া(১৩ আসন), অমরপুর(১৩ আসন), বিলোনিয়া(১৩ আসন)-তে সবক’টি আসনেই জয়ী গেরুয়া শিবির। 

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৩:৪৪ key status

এত হামলা, মামলা, তাণ্ডব করেও বহু ওয়ার্ডে দ্বিতীয় তৃণমূল: কুণাল ঘোষ

ত্রিপুরার পুরভোটের ফল নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টুইট করেন, ‘ত্রিপুরায় তৃণমূলের দু’মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তার পরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।’

পরে আরও একটি টুইট করেন, ‘হামলা, মামলা, তাণ্ডব করে ছাপ্পা ভোটের পুরবোর্ড গড়ছে বিজেপি। আর মানুষের মন জয় করেছে তৃণমূল। ২০২৩-এ তৃণমূলের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল।’  

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৩:২১ key status

কাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ‘নো ভোট ফর বিজেপি’ প্রচার করেছিল সিপিএম: সুকান্ত

সুকান্ত মজুমদার। ফাইল চিত্র।

ত্রিপুরার ভোট প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বাংলায় তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য নো ভোট ফর বিজেপি অভিযান চালিয়েছিল। আজও কলকাতার বিভিন্ন ফ্লাইওভারে এই পোস্টার দেখা যায়। স্বাভাবিক ভাবেই সেই নো ভোট ফর বিজেপি প্রচার কাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য চালিয়েছিল সিপিএম, সেটা আগে তারা ঠিক করুক। তার পর না হয় ত্রিপুরা নিয়ে ভাববে।”

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১২:৪৯ key status

পুরভোটে জয়ের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন শুভেন্দু অধিকারীর

পুরভোটে জয়ের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শুভেন্দু। তিনি লেখেন, ‘পুরভোটে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য হার্দিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলকে পরাজিত করার জন্য ত্রিপুরার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।’ 

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১২:৩৭ key status

আগরতলা কর্পোরেশনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপি-র

বামেদের হাতছাড়া আগরতলা কর্পোরেশন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১২:২৩ key status

আগরতলা পুরসভার ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল

আগরতলা পুরসভার ৫১টি ওয়ার্ডে জয়ী বিজেপি। ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। 

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১২:১১ key status

খোয়াই পুর পরিষদে জয়ী বিজেপি

খোয়াই পুর পরিষদে ১৫টি আসনের সবক’টিতেই জয়ী বিজেপি। ৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তারা।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১১:১৪ key status

আমবাসায় ১টি আসনে জয়ী তৃণমূল

আমবাসায় পুর পরিষেদের ১৫টি আসনের মধ্যে ১২টিতে জয়ী বিজেপি। একটি করে আসন পেয়েছে তৃণমূল এবং সিপিএম।

ভোটগণনা। ছবি: সৌজন্য টুইটার।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১১:০১ key status

বিলোনিয়া পুর পরিষদ দখল বিজেপি-র

বিলোনিয়া পুর পরিষদে সবক’টি আসনে জয়ী বিজেপি। এই পুর পরিষদে ১৬টি আসন।

কড়া নিরাপত্তায় ভোটগণনা ত্রিপুরায়। ছবি সৌজন্য টুইটার।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১০:৫১ key status

সাব্রুম নগর পঞ্চায়েতে সবক’টি আসনে জয়ী বিজেপি

সাব্রুম নগর পঞ্চায়েতের ৯টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী বিজেপি।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১০:৪৫ key status

আগরতলা কর্পোরেশনের ১১টি ওয়ার্ডে জয়ী বিজেপি

আগরতলা কর্পোরেশনের ২০টি ওয়ার্ডে জয়ী বিজেপি। ১, ২, ৮, ৫, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ নম্বর ওয়ার্ডে জিতেছে বিজেপি।

ভোটগণনা। ছবি: সৌজন্য টুইটার।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১০:৩৪ key status

নগর পঞ্চায়েত, পুরসভায় এগিয়ে বিজেপি

৬টি নগর পঞ্চায়েতের মধ্যে তিনটিতে এগিয়ে বিজেপি। ১৩টি পুরসভার মধ্যে বিজেপি এগিয়ে ৫টিতে।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১০:৩০ key status

৫১টি আসনে এগিয়ে বিজেপি

আগরতলার কর্পোরেশনের ৫১টি আসনে এগিয়ে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement