BJP

CPM-BJP: বিজেপি জবাব দিতে চায় বামের ভাষায়

মানিক আজ আগরতলায় গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে গিয়ে দলের সদস্য, জখম সুভাষ দেবকে দেখতে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ০৭:৫২
Share:

মানিক সরকার মঙ্গলবার আগরতলার গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে চিকিৎসাধীন সোনামুড়া মহকুমা কমিটির সদস্য সুভাষ দেবের সঙ্গে দেখা করেন। নিজস্ব চিত্র।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএম বিধায়ক মানিক সরকার গত কাল কাঁঠালিয়ায় দলীয় কর্মসূচি সেরে ফেরার পরে সেখানে সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা হয়। ওই ঘটনায় সিপিএম সমর্থকদের পাল্টা মারে বিজেপির ১০ জন সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। ইতিমধ্যেই বেশ কয়েক জনের নামে থানায় অভিযোগও দায়ের করেছে তারা। সিপিএমের ভাষাতেই জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। আগামিকাল কাঁঠালিয়া বাজারে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। নেতৃত্ব দেবেন পশ্চিম জেলার সাংসদ এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এ দিকে বিজেপির হামলার কড়া নিন্দা করে কড়া বিবৃতি দিয়েছে সিপিএম। সব মিলিয়ে সোনামুড়া মহকুমার ধনপুর এলাকা রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্র হয়ে উঠেছে।

Advertisement

মানিক আজ আগরতলায় গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে গিয়ে দলের সদস্য, জখম সুভাষ দেবকে দেখতে যান। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী এক বিবৃতিতে জানিয়েছে, কাঁঠালিয়ায় দলের কর্মসূচির পরে বিজেপি দুষ্কৃতীরা সিপিএমের সোনামুড়া মহকুমা কমিটির সদস্য সুভাষ দেবের বাড়িতে হামলা চালায়। সুভাষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। মাথায় সেলাই লেগেছে। কোমর ও পায়ের হাড়ে প্রচণ্ড চোট লেগেছে। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছে সিপিএম। তাদের অভিযোগ, সন্ধ্যার পর কয়েকটি জায়গায় বিজেপির মিছিল থেকে হিংসার উস্কানি দেওয়া হয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে গত কাল রাতভর সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি হানা দিয়ে পুলিশ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তিন জন পার্টি কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে।

এ দিকে বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, “মানিক সরকার কি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান! তার জন্যে হুজ্জোতি করছেন!” সুশান্তর বক্তব্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতার নেতৃত্বে যে ভাবে কাঁঠালিয়া ব্লক এলাকায় সন্ত্রাস ছড়িয়ে পরিস্থিতি অশান্ত করা হয়েছে, বিজেপি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছে। সঙ্গে সুশান্তের হুঁশিয়ারি, “সিপিএম যে ভাষা বোঝে, সেই ভাষায় জবাব দেওয়া হবে।”

Advertisement

মানিককে কটাক্ষ করে সুশান্তের অভিযোগ, গত কাল যে ভাবে তিনি নিজ নির্বাচনী কেন্দ্রে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছেন, তাতে মনে হচ্ছে আগামী দিনে সারা রাজ্যে একই পরিস্থিতি তৈরি করে সিপিএম ক্ষমতায় আসতে চায়। সুশান্ত বলেন, “আমরা কখনও তাঁর এই রূপ দেখেনি। যিনি শান্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান, ক্ষমতা হারিয়ে তিনি এতই মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছেন!” সাংবাদিক বৈঠক সেরে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পরিবহণ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় কাঁঠালিয়া গিয়েছিলেন। সেখানে আক্রান্ত বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement