Accidental Deaths

বৃদ্ধার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার পথে ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

পরিবার-পরিজনদের সঙ্গে মিলে গ্রামের বাসিন্দারা তাঁর শবদেহ নিয়ে শ্মশানের পথে রওনা দিয়েছিলেন। পথে একটি ওভারহেড তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন শববহনকারী চার জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ২২:০৯
Share:

দুর্ঘটনায় মৃত তিন শববহনকারী। —প্রতিনিধিত্বমূলক ছবি।

গ্রামের এক বৃদ্ধার দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার পথে ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুত্যু হল তিন জন শ্মশানযাত্রীর। শুক্রবার অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই তিন জনের মৃত্যু হয়। শববহনকারী আরও এক জন বিদ্যুৎস্পৃষ্ট হলেও ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পান তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, চিত্তোর জেলার কুপ্পম থানা এলাকায় তম্বিগনিপল্লি গ্রামে শুক্রবার ৬৫ বছরের এক বৃদ্ধার মারা যান। পরিবার-পরিজনদের সঙ্গে মিলে গ্রামের বাসিন্দারা তাঁর শবদেহ নিয়ে শ্মশানের পথে রওনা দিয়েছিলেন। পথে একটি ওভারহেড তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন শববহনকারী চার জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরুপতি, মুনেপ্পা এবং রবীন্দ্রনের। চতুর্থ জনকে কোনওক্রমে বাঁচানো সম্ভব হয়েছে।

ময়নাতদন্তের জন্য দেহগুলিকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কুপ্পম থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement