Tiger

Tiger: বাঘকে রাস্তা পার করাচ্ছেন ট্র্যাফিক পুলিশ! প্রকাশ্যে ভিডিয়ো

মিনিট খানেক পরে ‘তিনি’ বেরোলেন। রাজকীয় ঢঙে ধীর পায়ে রাস্তা পার হলেন। দু’পাশে দাড়িয়ে থাকা লোকজনের মধ্যে একটা কোলাহল তৈরি হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৫:৫৬
Share:

রাস্তা পার হচ্ছে বাঘ। ছবি সৌজন্য টুইটার।

যানবাহন ছেড়ে এ বার বাঘ সামলাতে দেখা গেল ট্র্যাফিক পুলিশকে!

Advertisement

রাস্তার দু’দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে গাড়ি, বাইক। মাঝখানে প্রায় ৫০ মিটার অংশ ফাঁকা। এক ট্র্যাফিক পুলিশকে দেখা গেল গাড়ি এবং পথচলতি মানুষকে থেমে যাওয়ার জন্য ইঙ্গিত করছেন।

দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলির চোখ এক বার রাস্তার ওই ফাঁকা জায়গায়, আবার রাস্তার পাশে জঙ্গলের দিকে ঘোরাফেরা করছিল। কেন তাঁদের থামিয়ে দেওয়া হল, কেনই বা তাঁদের চুপ করার ইঙ্গিত দিচ্ছেন ওই ট্র্যাফিক পুলিশ কিছুতেই ঠাওর করতে পারছিলেন না।

Advertisement

মিনিট খানেক পরে ‘তিনি’ বেরোলেন। রাজকীয় ঢঙে ধীর পায়ে রাস্তা পার হলেন। দু’পাশে দাড়িয়ে থাকা লোকজনের মধ্যে একটা কোলাহল তৈরি হল। যেটিকে ঘিরে কোলাহল তৈরি হল, সেটি আর কেউ নয়, বাঘ! খুব ধীর পায়ে সেটি রাস্তার এক পাশের জঙ্গল থেকে অন্য পাশের জঙ্গলে মিলিয়ে গেল। বাঘ চলে যেতেই ফের যান চলাচল শুরু হয়।

ভিডিয়োটি নেটমাধ্যমে প্রকাশ করেছেন আইএফএস আধিকারিক প্রবীণ কাসওয়ান। তবে জায়গাটি কোথায় তা অবশ্য জানা যায়নি। কেউ কেউ এই দৃশ্য দেখার পর বাঘের জন্য গ্রিন করিডরের দাবি তুলেছেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement