মাদুরাইয়ের রাস্তায় বিষাক্ত ফেনা। ছবি: সংগৃহীত।
পেঁজা তুলোর মতো রাস্তা দিয়ে উড়ছে সাদা ফেনা। কোথাও আবার ফেনার বিশাল ‘পাহাড়’ উঠে এসেছে রাস্তায়। সম্প্রতি এমনই দৃশ্য দেখা গেল তামিলনাড়ুর মাদুরাইয়ে। যে ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।
তামিলনাড়ুতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। মাদুরাইয়েও বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির জেরে শহরের আয়ানপাপ্পাকুড়ি খাল উপচে পড়েছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য ঘটনায়। উপচে পড়া খালের জলের সঙ্গে বিপুল ফেনা জমা হচ্ছে রাস্তায়। কোথা থেকে এই ফেনা আসছে তা নিয়ে শহরবাসীর মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কেনই বা নদীতে এই বিপুল ফেনা সৃষ্টি হচ্ছে তা নিয়েও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
পরিবেশবিদরা জানিয়েছেন, এই ফেনা বিষাক্ত। দূষণের জেরেই সৃষ্টি হয়েছে এই ফেনা। মাদুরাইয়ের এই দৃশ্যই স্মৃতি উস্কে দিয়েছে দিল্লির যমুনা নদীর। দূষণের জেরে যমুনাতেও এ রকম ফেনা দেখতে পাওয়া গিয়েছে বেশ কয়েক বার। কিন্তু মাদুরাইয়ে এই প্রথম এমন ফেনা দেখা গেল। এক ঝলকে দেখে মনে হতে পারে, রাস্তায় রাশি রাশি তুলো পড়ে রয়েছে। এই ফেনা দেখতে ভিড়ও জমাচ্ছেন বহু মানুষ। অনেকে আবার ফেনার ‘পাহাড়ের’ সামনে ছবিও তুলছেন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নদীর জলে বিভিন্ন কারখানার দূষিত রাসায়নিক মিশে যাওয়ায় এই ধরনের ফেনার সৃষ্টি হয়েছে।