Sexual Assult

শ্রেণিকক্ষে দলিত ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ধরা পড়ল সিসি ক্যামেরায়

ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তাকে হুমকিও দিয়েছিলেন। জানিয়েছিলেন, থানায় অভিযোগ করলে পরিণাম খারাপ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৭:২৫
Share:

— প্রতীকী চিত্র।

শ্রেণিকক্ষেই নবম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রী দলিত। উত্তরপ্রদেশের মথুরার ঘটনা। শ্রেণিকক্ষের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। যদিও অভিযুক্ত ফেরার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ নভেম্বর এই ঘটনা হয়েছে। ৭ নভেম্বর ওই ছাত্রী মথুরার কোশিকালান থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে ধরার জন্য একাধিক দল গঠন করা হয়েছে। ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তাকে হুমকিও দিয়েছিলেন। জানিয়েছিলেন, থানায় অভিযোগ করলে পরিণাম খারাপ হবে।

মথুরার পুলিশ সুপার (রুরাল) ত্রিগুণ বিশেন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ এবং ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন এবং তফসিলি জাতি, জনজাতি আইনে মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত ওই শিক্ষক অস্থায়ী। নির্যাতিতার গ্রামেই থাকেন তিনি। ঘটনার পর থেকে ফেরার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement