সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত কাশ্মীর —ফাইল চিত্র
রাতভর নিরাপত্তারক্ষী-জঙ্গি সংঘর্ষে নিহত হল লস্কর-ই তইবার এক শীর্ষস্থানীয় জঙ্গি-সহ ৩ জন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহত জঙ্গি মুদাস্সির পণ্ডিতকে দীর্ঘ দিন খোঁজা হচ্ছিল। সোমবার কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ‘‘উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোর এলাকাতে রাতভর সংঘর্ষ হয়। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা। এতেই লস্করের এক জঙ্গি-সহ ৩ জন খতম হয়েছে।’’
১২ জুন উত্তর কাশ্মীরে পুলিশের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনার তদন্তেরই অংশ ছিল রবিবার রাতের ওই অভিযান। বিজয়ের বক্তব্য, ‘‘মুদাসিরের মৃত্যু স্থানীয়দের জন্য বড় স্বস্তি।’’ কাশ্মীর পুলিশ টুইটে লিখেছে, ‘লস্কর-ই-তইবার শীর্ষ নেতা সংঘর্ষে নিহত হয়েছে। ৩ জন পুলিশ কর্মী, ২ জন কাউন্সিলর ও ২ জন নাগরিকের হত্যাকাণ্ডে যুক্ত ছিল সে।’