বিধানসভা নির্বাচনে মহেশ আমোনকর গোয়ার মারগাঁও কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন। শুক্রবার চিঠি দিয়ে এই পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, দল এবং আই-প্যাকের মনোনীত প্রতিনিধিরা নির্বাচনে তাঁর সঙ্গে অসহযোগিতা এবং তাঁকে অবহেলা করেছেন।
মহেশ এস আমোনকর। টুইটার থেকে নেওয়া
ভোটের ফল প্রকাশের পরের দিনই দল ছাড়লেন গোয়ার তৃণমূল প্রার্থী মহেশ এস আমোনকর। দল এবং আই-প্যাকের প্রতিনিধিদের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেছেন।
বিধানসভা নির্বাচনে মহেশ আমোনকর গোয়ার মারগাঁও কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন। শুক্রবার চিঠি দিয়ে এই পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, দল এবং আই-প্যাকের মনোনীত প্রতিনিধিরা নির্বাচনে তাঁর সঙ্গে অসহযোগিতা এবং তাঁকে অবহেলা করেছেন। তাঁর দেওয়া চিঠিকেই পদত্যাগপত্র হিসাবে গ্রহণ করতে বলেছেন।
প্রসঙ্গত এ বারই প্রথম গোয়াতে ভোটে লড়াই করেছে তৃণমূল। মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে জোট করে লড়াই করলেও একটি আসনও পায়নি তারা। অন্য দিকে গোমন্তক পার্টি পেয়েছে দু’টি আসন। মারগাঁও বিধানসভা কেন্দ্রে আমোনকর মাত্র ৯১৪টি ভোট পেয়েছেন। ওই কেন্দ্রে কংগ্রেসের দিগম্বর কামাথ ১৩,৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তবে গোয়ার ফলকে ইতিবাচক হিসাবেই দেখছে তৃণমূল। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গোয়ায় মাত্র তিন মাস কাজ করেছে তৃণমূল। তাতেই ৬ শতাংশ ভোট পেয়েছে দল। এটাই অনেক। একটাও বিধায়ক ছিল না আমাদের। মানুষের ভোট পেয়েছি।’’