বামকে পাশে টানার বার্তা তৃণমূলের

ইএসআই বোর্ডের পদটি বিরোধী কোটার। আগে ওই পদে ছিলেন তৃণমূলের দেবব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি অবসর নেওয়ার পর পদটি ফাঁকা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০৪:১৯
Share:

প্রতীকী ছবি।

গত সপ্তাহেই রাজ্যসভায় বিরোধী সমন্বয় নিয়ে সিপিএমের সঙ্গে কথা হয়েছিল তৃণমূলের। এক ধাপ এগিয়ে এ বার ইএসআই (এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স) কমিটিতে রাজ্যসভার মনোনীত প্রার্থীর পদ সিপিএমকে ছেড়ে দিতে চাইল তৃণমূল। রাজ্যে বিজেপিকে রুখতেই সিপিএমকে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। তবে শেষ পর্যন্ত সিপিএম প্রার্থীকে সমর্থন করতে কংগ্রেস রাজি না হওয়ায় ভোটে অংশগ্রহণ থেকেই বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

Advertisement

ইএসআই বোর্ডের পদটি বিরোধী কোটার। আগে ওই পদে ছিলেন তৃণমূলের দেবব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি অবসর নেওয়ার পর পদটি ফাঁকা ছিল। তৃণমূলের বক্তব্য, পদটি ফের তারাই পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় পর্বে ঐকমত্যের ভিত্তিতে ওই বোর্ডের সদস্য ঠিক করার পরিবর্তে নির্বাচন ডেকে বসেছেন সংসদীয় প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, সিপিএমের এলম আরম করিম এবং তৃণমূলের দোলা সেন মনোনয়ন জমা দিয়েছিলেন। তৃণমূল ভেবেছিল, আলোচনার মাধ্যমে এক জনকে বেছে নেওয়া হবে। বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। সেই সময়ও পেরিয়ে গিয়েছে।

বিজেপি সূত্রে বলা হচ্ছে, বিষয়টি অনিচ্ছাকৃত। নতুন মন্ত্রীর অভিজ্ঞতার অভাবেই এমনটা হয়েছে। কংগ্রেসও যাতে সিপিএমের প্রার্থীকে সমর্থন করে সেই চেষ্টাও হয়েছিল। তৃণমূল নেতৃত্ব গুলাম নবি আজাদের সঙ্গে কথাও বলেছিলেন। তবে কংগ্রেস শেষ মুহূর্তেও লড়াই ছাড়তে রাজি হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement