অমিত শাহ। —ফাইল ছবি।
মহিলাদের উপরে অত্যাচার বন্ধে কড়া আইন রূপায়ণের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। শাহের কাছে তাঁর দাবি, অফিস, রাস্তাঘাট, গণপরিবহণ-সহ সর্বত্র মহিলাদের বিরুদ্ধে অপরাধে এই আইনে বিচারের জন্য প্রতি জেলায় তিনটি করে ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করা হোক এবং ৬ মাসের মধ্যে বিচার সম্পন্ন করার ব্যবস্থা হোক। তদন্তে গাফিলতির জন্য শাস্তির কথাও বলেছেন সুখেন্দু। সেই সঙ্গেই নিগৃহীতার জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ব্যবস্থা থাক। প্রসঙ্গত, রাজ্যে সরকার ও পুলিশি তদন্তে অনাস্থা জানিয়ে এবং আন্দোলনে সংহতি জানিয়ে শাসক দলের এই সাংসদই পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছিলেন। যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে তিন ঘণ্টার অবস্থানও করেছেন তিনি। আরজি কর-কাণ্ডের দ্রুত সিবিআই তদন্ত শেষ করা ও দোষীদের কঠিনতম শাস্তির দাবিতে শাহকে বুধবারই চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই সঙ্গে আরজি কর হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং সিবিআই অধিকর্তাকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।