Tripura

Tripura: নেত্রীর গ্রেফতারিতে বিজেপির দিকে আঙুল

তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, ‘‘বিভিন্ন দল থেকে যারা তৃণমূলে যোগদান করছেন তাঁদের বিরুদ্ধে বিজেপি চাপ সৃষ্টি করছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৩
Share:

প্রতীকী ছবি

ভাইয়ের মেয়ে রাজশ্রী দেবের অস্বাভাবিক মৃত্যুর মামলায় গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার তৃণমূল নেত্রী পান্না দেবকে। আজ সকালে পূর্ব মহিলা থানার পুলিশ গ্রেফতার করে পান্না দেবকে। তার পরে তাঁকে টানা জেরা করে পুলিশ। পরে হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ধৃত তৃণমূল নেত্রীকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

পান্না দেবের আইনজীবী রঘুনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন মৃতার মা এবং ভাই কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন রাজশ্রী দেব মানসিক ভারসাম্যহীন ছিলেন। পান্না দেবই তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।

৩ সেপ্টেম্বর ইন্দ্রনগর কবরখলা লাগোয়া একটি গাছ থেকে রাজশ্রী দেবের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে মৃতার ভাই পুলিশকে খবর দিয়েছেন বলে জানান রঘুনাথ মুখোপাধ্যায়। তিনি দাবি করেন পুলিশ প্রাথমিক তদন্তে কিছু পায়নি। মর্গে ময়নাতদন্তের জন্য রাজশ্রীর দেহ নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মৃতার প্যান্টের পকেট থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে দাবি করে পুলিশ। পুলিশের অভিযোগ সেই সুইসাইড নোটে লেখা ছিল ‘‘আমার মৃত্যুর জন্য দায়ী পান্না দেব।’’ তার পরেই পুলিশ গত কাল রাতে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছে।

Advertisement

আজ কোর্টে তোলার সময়ে পান্না দেব সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, তিনি তিনি তৃণমূলে যোগদান করেছেন বলে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর আরও দাবি, বিজেপির মন্ডল স্তরের নেতারা গিয়ে তাঁর বাড়িতে হামলা করেন। রাজশ্রী দেবের মায়ের দাবি, তাঁর মেয়ের মৃত্যুর জন্য কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই। রাজশ্রীর স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর দুই সন্তানকে লালনপালন করেছেন পান্না দেব। এমনকি চিকিৎসার জন্যে রাজশ্রীকে অন্য রাজ্যে নিয়ে গিয়েছিলেন।

তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, ‘‘বিভিন্ন দল থেকে যারা তৃণমূলে যোগদান করছেন তাঁদের বিরুদ্ধে বিজেপি চাপ সৃষ্টি করছে।’’ তাঁর দাবি, পান্না দেবের বিরুদ্ধে মামলার মতো কিছু যে ঘটবে তা আঁচ করেছিলেন তাঁরা। সুস্মিতার দাবি, বিজেপি পশ্চিমবঙ্গেও একই কৌশল নিয়েছিল। কিন্তু তার পরেও তৃণমূলের ক্ষতায় আসা আটকাতে পারেনি। ত্রিপুরাতেও তৃণমূলকে আটকানো যাবে না। তৃণমূল নেতা সুবল ভৌমিকের মতে, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই পান্না দেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যের পুলিশ এবং বিচার বিভাগীয় ব্যবস্থা স্বাধীন ভাবে কাজ করছে। তা নিয়ে বিজেপির কোনও বক্তব্য নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement