Tiger

একসঙ্গে ৫টি শাবকের জন্ম দিয়েছে বাঘিনী, খুশির হাওয়া মধ্যপ্রদেশের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে

মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নতুন অতিথির আগমন। ৫টি শাবকের জন্ম দিয়েছে বাঘিনী। তারা সকলে সুস্থ রয়েছে। বাঘিনী এবং শাবকগুলিকে দেখে উচ্ছ্বসিত পর্যটকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৪০
Share:

গত বছরের নভেম্বরে সম্ভবত শাবকগুলির জন্ম দিয়েছে ওই বাঘিনী। ফাইল চিত্র।

মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে খুশির হাওয়া। একসঙ্গে ৫টি শাবকের জন্ম দিল বাঘিনী। গত শনিবার প্রথম বার ওই ৫ শাবকের সঙ্গে বাঘিনীকে দেখা গিয়েছে। এ কথা জানিয়েছেন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের এক কর্তা এসকে সিংহ। মঙ্গলবার এই খবর প্রকাশ্যে এসেছে।

Advertisement

কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সূত্রে খবর, বাঘিনীর বয়স ৯। গত বছরের নভেম্বরে সম্ভবত শাবকগুলির জন্ম দিয়েছে ওই বাঘিনী। ওই ৫ শাবকের বয়স এখন প্রায় ৩ মাস। তারা সকলে সুস্থ রয়েছে। ওই বাঘিনী ‘ডিজে’ নামে পরিচিত। শাবকের সঙ্গে বাঘিনীকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরাও।

‘অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্ট ২০১৮’ অনুযায়ী, দেশের মধ্যে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক বাঘ রয়েছে। সে রাজ্যে মোট ৫২৬টি বাঘের বাস। গত বছর শেষ বাঘসুমারি হয়েছে। তবে সেই রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। মধ্যপ্রদেশে একাধিক ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। কানহা ছাড়াও বান্ধবগড়, পেঞ্চ, সাতপুরা, পান্নায় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে।

Advertisement

চলতি বছরের শুরুতে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানায় ৩টি শাবকের জন্ম দিয়েছিল একটি সাদা রঙের বাঘিনী। এ নিয়ে নন্দনকাননে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement